শেখ হাসিনার শাসন আর বর্তমান সরকারের মধ্যে তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
শেখ হাসিনার শাসন আর বর্তমান সরকারের মধ্যে তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের গত এক বছর দুই মাসের শাসনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।

সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “আমরা ১৪-১৫ বছরে দেখেছিলাম, শেখ হাসিনার আমলে যিনি পিয়নের চাকরি করেছেন, তিনিও চারশ কোটি টাকার মালিক হয়েছেন। এখনকার সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও আমরা একই ধরনের দুর্নীতির খবর পাচ্ছি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের সম্পদের হিসাব দেওয়ার কথা ড. মুহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের বেশিরভাগের সম্পদের তথ্য পাইনি। একজন-দুজন হয়তো দিয়েছেন, কিন্তু পুরো উপদেষ্টা পরিষদকে তা প্রতিনিধিত্ব করে না।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, “উপদেষ্টাদের অনিয়মের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেমন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু সেগুলোর তদন্ত হয়নি। অভিযোগগুলো মিথ্যা হলেও সেটি প্রমাণের জন্য তদন্ত প্রয়োজন ছিল।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “যারা মৃদুভাবে সরকারের সমালোচনা করেন, তারা বলেন প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন। আর যারা খোলামেলা সমালোচনা করেন, তাদের মতে তিনি নির্লিপ্ত—দেশে কী হচ্ছে না হচ্ছে, তা নিয়ে তার কোনো আগ্রহ নেই। যেন বিষয়গুলো তিনি খেলাচ্ছলে নিচ্ছেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শেখ হাসিনার শাসন আর বর্তমান সরকারের মধ্যে তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা

শেখ হাসিনার শাসন আর বর্তমান সরকারের মধ্যে তেমন পার্থক্য নেই: রুমিন ফারহানা

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনার ১৫ বছরের শাসনব্যবস্থা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের গত এক বছর দুই মাসের শাসনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।

সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, “আমরা ১৪-১৫ বছরে দেখেছিলাম, শেখ হাসিনার আমলে যিনি পিয়নের চাকরি করেছেন, তিনিও চারশ কোটি টাকার মালিক হয়েছেন। এখনকার সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও আমরা একই ধরনের দুর্নীতির খবর পাচ্ছি। কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

তিনি আরও বলেন, “উপদেষ্টা হিসেবে যারা নিয়োগ পেয়েছেন, তাদের সম্পদের হিসাব দেওয়ার কথা ড. মুহাম্মদ ইউনূস শুরুতেই বলেছিলেন। কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের বেশিরভাগের সম্পদের তথ্য পাইনি। একজন-দুজন হয়তো দিয়েছেন, কিন্তু পুরো উপদেষ্টা পরিষদকে তা প্রতিনিধিত্ব করে না।”

রুমিন ফারহানা অভিযোগ করেন, “উপদেষ্টাদের অনিয়মের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। যেমন ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কিন্তু সেগুলোর তদন্ত হয়নি। অভিযোগগুলো মিথ্যা হলেও সেটি প্রমাণের জন্য তদন্ত প্রয়োজন ছিল।”

অন্তর্বর্তী সরকারের কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “যারা মৃদুভাবে সরকারের সমালোচনা করেন, তারা বলেন প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন। আর যারা খোলামেলা সমালোচনা করেন, তাদের মতে তিনি নির্লিপ্ত—দেশে কী হচ্ছে না হচ্ছে, তা নিয়ে তার কোনো আগ্রহ নেই। যেন বিষয়গুলো তিনি খেলাচ্ছলে নিচ্ছেন।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত