হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সহায়তার জন্য চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৫ অক্টোবর) সকালে বিমানবন্দরের ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ই-গেট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে কোনো অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখতে অস্ট্রেলিয়া, চীন, ইংল্যান্ড ও তুরস্কের বিশেষজ্ঞদের দিয়ে তদন্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আগুন লাগার কারণ ও এর দায় নির্ধারণে কাজ করবেন।”
তিনি আরও বলেন, “এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। বিমানবন্দরের নিজস্ব ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুনের তীব্রতা বেশি থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”
রেমিট্যান্স প্রেরণকারী প্রবাসীদের সুবিধার জন্য বিমানবন্দরের ই-গেট শিগগিরই চালু করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, “বিদেশফেরত কর্মীদের জন্য পাসপোর্ট ফি হ্রাসের বিষয়টিও বিবেচনায় রয়েছে।”
উল্লেখ্য, গত শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির প্রায় সাড়ে সাত ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বিপুল পরিমাণ পণ্য ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি) জানিয়েছে, অগ্নিকাণ্ডে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে সীমিত আকারে আমদানি পণ্য খালাসের কাজ চলছে।


