সারাদেশে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১,৮১২ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ১,২৮৭ জন এবং অন্যান্য ঘটনায় ৫২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও পিআর) এএইচএম শাহাদাত হোসেন এই তথ্য জানান। তিনি বলেন, অভিযানিক কার্যক্রমে দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ডগুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
এআইজি আরও জানান, অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হবে।


