কত বছর বয়স পর্যন্ত বাবা হওয়া সম্ভব, জেনে নিন

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
কত বছর বয়স পর্যন্ত বাবা হওয়া সম্ভব, জেনে নিন

কয়েকদিন আগেই ৬১ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন নগর বাউল খ্যাত জেমস। এই খবর জানার পর অনেকের মনেই প্রশ্ন—এই বয়সেও কি সত্যিই বাবা হওয়া সম্ভব? চিকিৎসাবিজ্ঞানের উত্তর হলো, হ্যাঁ, সম্ভব।

নারীদের ক্ষেত্রে সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে মেনোপজ হয়, যখন ডিম্বাশয় কাজ করা বন্ধ করে দেয়। ফলে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়।

তবে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে। চিকিৎসাবিজ্ঞানে এই সময়কে কেউ বলেন অ্যান্ড্রোপজ, আবার কেউ বলেন লেট অনসেট হাইপোগোনাডিজম।

এই হরমোনই পুরুষের যৌন সক্ষমতা ও শুক্রাণু উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত। টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে প্রজনন ক্ষমতা কিছুটা হ্রাস পায়, তবে নারীদের মতো একেবারে বন্ধ হয় না।

বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষের ক্ষেত্রে ৪৫ থেকে ৫০ বছর বয়স থেকেই এই হরমোন কমতে শুরু করে, তবে বেশিরভাগের ক্ষেত্রে তা স্পষ্ট হয় ৭০ বছর পেরোনোর পর। বিশেষ করে যাদের ওজন বেশি বা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা দ্রুত কমে যায়।

তবুও শারীরিকভাবে সুস্থ, নিয়মিত ব্যায়াম করা ও স্বাস্থ্যকর জীবনযাপনকারী পুরুষদের ৭০ বা ৮০ বছর বয়সেও বাবা হওয়া সম্ভব।

এর অনেক বাস্তব উদাহরণও আছে—হলিউড তারকা আল পাচিনো ৮৩ বছর বয়সে এবং রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে নবজাতকের বাবা হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, “বয়স নয়, গুরুত্বপূর্ণ হলো শরীরের ফিটনেস, মানসিক ভারসাম্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপন।”

তথ্যসূত্র: ম্যাচুরিটাস জার্নাল, টিভি৯, হার্ভার্ড হেলথ

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কত বছর বয়স পর্যন্ত বাবা হওয়া সম্ভব, জেনে নিন

কত বছর বয়স পর্যন্ত বাবা হওয়া সম্ভব, জেনে নিন

কয়েকদিন আগেই ৬১ বছর বয়সে সন্তানের বাবা হয়েছেন নগর বাউল খ্যাত জেমস। এই খবর জানার পর অনেকের মনেই প্রশ্ন—এই বয়সেও কি সত্যিই বাবা হওয়া সম্ভব? চিকিৎসাবিজ্ঞানের উত্তর হলো, হ্যাঁ, সম্ভব।

নারীদের ক্ষেত্রে সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সে মেনোপজ হয়, যখন ডিম্বাশয় কাজ করা বন্ধ করে দেয়। ফলে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের মাত্রা কমে যায় এবং প্রজনন ক্ষমতা শেষ হয়ে যায়।

তবে পুরুষদের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা ধীরে ধীরে কমে। চিকিৎসাবিজ্ঞানে এই সময়কে কেউ বলেন অ্যান্ড্রোপজ, আবার কেউ বলেন লেট অনসেট হাইপোগোনাডিজম।

এই হরমোনই পুরুষের যৌন সক্ষমতা ও শুক্রাণু উৎপাদনের সঙ্গে সরাসরি যুক্ত। টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে প্রজনন ক্ষমতা কিছুটা হ্রাস পায়, তবে নারীদের মতো একেবারে বন্ধ হয় না।

বিশেষজ্ঞদের মতে, অনেক পুরুষের ক্ষেত্রে ৪৫ থেকে ৫০ বছর বয়স থেকেই এই হরমোন কমতে শুরু করে, তবে বেশিরভাগের ক্ষেত্রে তা স্পষ্ট হয় ৭০ বছর পেরোনোর পর। বিশেষ করে যাদের ওজন বেশি বা অনিয়মিত জীবনযাপন করেন, তাদের ক্ষেত্রে প্রজনন ক্ষমতা দ্রুত কমে যায়।

তবুও শারীরিকভাবে সুস্থ, নিয়মিত ব্যায়াম করা ও স্বাস্থ্যকর জীবনযাপনকারী পুরুষদের ৭০ বা ৮০ বছর বয়সেও বাবা হওয়া সম্ভব।

এর অনেক বাস্তব উদাহরণও আছে—হলিউড তারকা আল পাচিনো ৮৩ বছর বয়সে এবং রবার্ট ডি নিরো ৭৯ বছর বয়সে নবজাতকের বাবা হয়েছেন।

চিকিৎসকরা বলছেন, “বয়স নয়, গুরুত্বপূর্ণ হলো শরীরের ফিটনেস, মানসিক ভারসাম্য, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনযাপন।”

তথ্যসূত্র: ম্যাচুরিটাস জার্নাল, টিভি৯, হার্ভার্ড হেলথ

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত