লম্বা সময় পর ওয়ানডে খেলতে নেমে ব্যর্থ হয়েছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ভারতও হেরেছিল বড় ব্যবধানে। পরের ম্যাচেও কোহলি ডাক মারেন। রোহিত ফিফটি পেলেও পরপর দুই হারে সিরিজ হাতছাড়া হয় শুভমন গিলের দলের। তবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে রোহিত শর্মার সেঞ্চুরি ও বিরাট কোহলির ফিফটিতে ৯ উইকেটের বড় জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ভারত।
শনিবার সিডনি ক্রিকেট গাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪৬.৪ ওভারে ২৩৬ রান তুলে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। দলটির দুই ওপেনার মিশেল মার্শ ও ম্যাথু হেড ৬১ রানের জুটি দেন। হেড ২৫ বলে ২৯ রান করে আউট হন। অধিনায়ক মার্শ ৪১ রানের ইনিংস খেলেন। দলটির পরের দুই ব্যাটার ম্যাথু শট ও রেনশো সেট হয়ে ফিরে যান।
তিনে নামা শট খেলেন ৩০ রানের ইনিংস। পাঁচে নামা অ্যালেক্স কেরি ২৪ রান করে সাজঘরে ফিরে যান। রেনশো ৫৬ রান করে আউট হলে অজিরা ১৯৫ রানে ৫ উইকেট হারায়। চার উইকেট নেওয়া হার্শিত রানার তোপে সেখান থেকে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। কেরি ২৩ রান করে সাজঘরে ফিরে যান।
জবাব দিতে নেমে ভারত ওপেনিংয়ে ৬৯ রানের জুটি পায়। অধিনায়ক ও ওপেনার শুভমন গিল ২৪ রান করে আউট হন। রোহিত ও কোহলি হার না মানা ইনিংস খেলে ম্যাচ বের করে নেন। এর মধ্যে রোহিত ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়ে ১২১ রানে অপরাজিত থাকেন। তার ১২৫ বলের ইনিংসে ১৩টি চার ও তিনটি ছক্কা ছিল। কোহলি ৮১ বলে সাতটি চারের শটে ৭৪ রান করেন।


