জিয়াউর রহমানের স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফজলুর করিমের ছেলে বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিমকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে কিশোরগঞ্জ আইনজীবী ফোরাম থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ফয়জুল করিম জেলা বিএনপির পূর্ববর্তী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, সংগঠন থেকে আওয়ামী লীগে যোগদান করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত বুধবার ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগে যোগদানের কথা জানিয়েছিলেন বিএনপি নেতা অ্যাডভোকেট ফয়জুল করিম। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাব ছড়িয়ে পড়ে। সমকালসহ বিভিন্ন গণমাধ্যমেও খবরটি প্রচারিত হয়েছিল, যা রীতিমত ভাইরাল হয়।
আওয়ামী লীগে যোগদানের কারণ ব্যাখ্যা করে ফয়জুল করিম বলেছিলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের দল, ধর্মনিরপেক্ষ দেশপ্রেমিক নেতৃত্ব। ৫ আগস্টের পর মানুষের যে স্বপ্ন ছিল, চেতনা ছিল, এক বছর পেরিয়ে গেছে, কিন্তু রাষ্ট্র সংস্কারের নামে সম্পদ ভোগ করার চেষ্টা চলছে। স্বাধীনতা বিরোধী শক্তিকে ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। তাকে প্রতিহত করার জন্যই আমি আওয়ামী লীগে যোগ দিয়েছি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনাই প্রকৃত দেশপ্রেমিক, বাংলাদেশের মানুষের একমাত্র আশ্রয়স্থল। তিনি দেশে ফিরবেন। আমি আওয়ামী লীগে যোগ দিয়ে নিজেকে গর্বিত মনে করছি।’


