বাজারে কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাজারে কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

টানা কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করার পর অবশেষে সবজির বাজারে এসেছে কিছুটা স্বস্তি। কয়েকদিন আগেও যেখানে বেশিরভাগ সবজির দাম ছিল ৮০ থেকে ১০০ টাকার ঘরে, এখন তা কমে দাঁড়িয়েছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতাদের দাবি, নতুন মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমেছে। শীতকালীন সবজি উঠলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, গত কয়েক মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি থাকলেও এখন কিছুটা স্বস্তি মিলছে। শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, “গত চার মাস ধরে কোনো সবজিই ১০০ টাকার নিচে ছিল না। এখন বেশিরভাগ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদিও কিছু সবজি এখনো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।”

বাজারের এক সবজি বিক্রেতা জানান, “আগের তুলনায় সবজির দাম কমেছে। নতুন সবজি বাজারে উঠছে, সরবরাহও বেড়েছে। ফলে দাম কমেছে। সামনে শীত আসছে, আরও নতুন সবজি বাজারে আসবে, তখন দাম আরও কমে যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে ৫০ থেকে ৬০ টাকার সবজি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আর কিছু কিছু সবজি এখনো ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাজারে কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

বাজারে কমেছে সবজির দাম, ক্রেতাদের স্বস্তি

টানা কয়েক মাস ধরে উচ্চ দামে অবস্থান করার পর অবশেষে সবজির বাজারে এসেছে কিছুটা স্বস্তি। কয়েকদিন আগেও যেখানে বেশিরভাগ সবজির দাম ছিল ৮০ থেকে ১০০ টাকার ঘরে, এখন তা কমে দাঁড়িয়েছে ৫০ থেকে ৮০ টাকার মধ্যে। বিক্রেতাদের দাবি, নতুন মৌসুমি সবজি বাজারে আসতে শুরু করায় দাম কমেছে। শীতকালীন সবজি উঠলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানীর শান্তিনগরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, আগের তুলনায় সবজির দাম উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

আজকের বাজারে প্রতি কেজি করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, ঢেঁড়শ ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, ঝিঙে ৬০ টাকা, ধন্দুল ৫০ টাকা এবং গোল বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি পটল ৬০ টাকা, শিম ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৩০ টাকা, লাউ ৫০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি (ছোট) ৫০ টাকা, মূলা ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কচু ৫০ টাকা, কাঁচামরিচ ১৬০ টাকা, টমেটো ১২০ টাকা, গাজর ১০০ টাকা এবং আলু ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা বলছেন, গত কয়েক মাস ধরে সবজির দাম অতিরিক্ত বেশি থাকলেও এখন কিছুটা স্বস্তি মিলছে। শান্তিনগর বাজারে কেনাকাটা করতে আসা এক বেসরকারি চাকরিজীবী বলেন, “গত চার মাস ধরে কোনো সবজিই ১০০ টাকার নিচে ছিল না। এখন বেশিরভাগ সবজির দাম ৫০ থেকে ৮০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। যদিও কিছু সবজি এখনো ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।”

বাজারের এক সবজি বিক্রেতা জানান, “আগের তুলনায় সবজির দাম কমেছে। নতুন সবজি বাজারে উঠছে, সরবরাহও বেড়েছে। ফলে দাম কমেছে। সামনে শীত আসছে, আরও নতুন সবজি বাজারে আসবে, তখন দাম আরও কমে যাবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে ৫০ থেকে ৬০ টাকার সবজি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে, আর কিছু কিছু সবজি এখনো ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত