বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতেই এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের পাশে ফাঁকা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জামাল ফকির (২৮)। তিনি ওই গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামাল ফকিরের বিয়ে হয় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে। সেদিন রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান।

পরদিন সকালে গ্রামের লোকজনের চিৎকার শুনে নববধূ ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেন, “চিৎকার শুনে দরজা খুলতে যাই, কিন্তু দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।”

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে জামালের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে নববধূর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

বাসর রাতে নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের সালথা উপজেলায় বাসর রাতেই এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু ঘটেছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের পাশে ফাঁকা জমি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম জামাল ফকির (২৮)। তিনি ওই গ্রামের রজব ফকিরের ছেলে। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন সেজো।

পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জামাল ফকিরের বিয়ে হয় নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের এক তরুণীর সঙ্গে। সেদিন রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান।

পরদিন সকালে গ্রামের লোকজনের চিৎকার শুনে নববধূ ঘুম থেকে জেগে ওঠেন। তিনি বলেন, “চিৎকার শুনে দরজা খুলতে যাই, কিন্তু দেখি দরজাটা বাইরে থেকে বন্ধ। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।”

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বসতবাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে জামালের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, “আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক। তার কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।”

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বৃহস্পতিবার ওই যুবক বিয়ে করেন। রাতে নববধূর সঙ্গে ঘুমিয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে বাঁশের আড়ায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান পরিবার। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।”

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত