নারী এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে চলমান সফরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল প্রথম প্রীতি ম্যাচে হেরে গেছে।
শুক্রবার (২৪ অক্টোবর) ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল মাঠে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক থাইল্যান্ড ৩-০ গোলে বিজয়ী হয়।
ম্যাচের বিবরণে জানা যায়, প্রথমার্ধেই ওরাপিন ওয়েনগোয়েনের গোলে থাইল্যান্ড এগিয়ে যায় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে সাওওয়ালাক পেংগামের গোলে থাইল্যান্ডের ডাবল লিড হয়। ম্যাচের ৮৬ মিনিটে পাত্তারানান আউপাচাই তৃতীয় গোল করেন।
আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দ্বিতীয় ও শেষ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ নারী ফুটবল দল আগামী বছরের পহেলা মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপ কে সামনে রেখে এই প্রস্তুতি সফর করছে।


