চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে তিনটি কক্ষে মাদকের সম্পৃক্ততা পাওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন চবি কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নবনির্বাচিত সহ-জেনারেল সেক্রেটারি (এজিএস) আইয়ুবুর রহমান তৌফিক।
শুক্রবার (২৪ অক্টোবর) তিনি নিজের ফেসবুক আইডিতে মাদকমুক্ত ক্যাম্পাস গড়ার আহ্বান জানিয়ে এক দীর্ঘ স্ট্যাটাস দেন।
তৌফিক লেখেন, “বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের ভয়াবহতা আমরা অতীতে দেখেছি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আমাদের অন্যতম প্রতিজ্ঞা—মাদকমুক্ত ক্যাম্পাস গড়া। সম্প্রতি শহীদ ফরহাদ হলে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান থাকবে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে সঠিকভাবে তদন্ত করা হোক।”
তিনি আরও লেখেন, “বিশ্ববিদ্যালয়ে মাদক কিভাবে প্রবেশ করে, কারা নিয়ে আসে— তা তদন্ত করা প্রয়োজন। মাদককে কোনোভাবে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই। মাদকসেবী শিক্ষার্থীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে ডোপ টেস্ট করানো উচিত।”
তৌফিক প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমি এবং আমরা মাদকের বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেকোনো পদক্ষেপে আমরা সহযোগিতা করবো। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে যা যা করণীয়, আমরা তাই করবো।”


