বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী বছরগুলোতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে আরও বেশি মানুষ এডিবির সহায়তা থেকে উপকৃত হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

শনিবার (২৫ অক্টোবর) পটুয়াখালী ও খুলনায় এডিবির অর্থায়নে চলমান প্রকল্পগুলো পরিদর্শন শেষে বার্তা সংস্থা বাসস-এর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হোয়ে ইউন জিয়ং বলেন, “আমাদের লক্ষ্য একেবারে স্পষ্ট—আমরা বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে বিনিয়োগ আরও বাড়াতে চাই এবং সফল উদাহরণগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পুনরায় বাস্তবায়ন করতে চাই। এতে আরও বেশি পৌরসভা, শহর এবং সাধারণ মানুষ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এডিবির অর্থায়ন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

পটুয়াখালী ও খুলনায় প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, “এডিবি বিভিন্ন পৌরসভায় বিনিয়োগ প্রকল্পে সহায়তা করতে পেরে অত্যন্ত গর্বিত। এই সফরে আমি প্রকল্পগুলোর বাস্তব প্রভাব কাছ থেকে দেখেছি—যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ক্ষুদ্র বিনিয়োগ হলেও এর উন্নয়নমূলক প্রভাব অনেক বড়, এবং এডিবি ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পে সহায়তা অব্যাহত রাখবে।”

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় এডিবির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কোস্টাল টাউন ক্লাইমেট রিজিলেন্স প্রকল্পের অন্যতম লক্ষ্যই হলো উপকূলীয় শহর ও পৌরসভাগুলোর লবণাক্ততা সমস্যা সমাধান এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা, যাতে মানুষ সরাসরি উপকৃত হয়।”

তিনি আরও বলেন, “আমাদের নগর উন্নয়ন প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতা বৃদ্ধি করা। এতে সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

ভবিষ্যতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো হবে কি না জানতে চাইলে হোয়ে ইউন জিয়ং বলেন, “অবশ্যই। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই আমাদের লক্ষ্য হলো উপকূলীয় পৌরসভাগুলোকে, বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা শহর এলাকাগুলোতে ধারাবাহিক সহায়তা প্রদান করা।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় এডিবি

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আগামী বছরগুলোতে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করছে, যাতে আরও বেশি মানুষ এডিবির সহায়তা থেকে উপকৃত হতে পারে বলে জানিয়েছেন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং।

শনিবার (২৫ অক্টোবর) পটুয়াখালী ও খুলনায় এডিবির অর্থায়নে চলমান প্রকল্পগুলো পরিদর্শন শেষে বার্তা সংস্থা বাসস-এর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

হোয়ে ইউন জিয়ং বলেন, “আমাদের লক্ষ্য একেবারে স্পষ্ট—আমরা বাংলাদেশে চলমান প্রকল্পগুলোতে বিনিয়োগ আরও বাড়াতে চাই এবং সফল উদাহরণগুলো দেশের বিভিন্ন অঞ্চলে পুনরায় বাস্তবায়ন করতে চাই। এতে আরও বেশি পৌরসভা, শহর এবং সাধারণ মানুষ উপকৃত হবে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে এডিবির অর্থায়ন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে।

পটুয়াখালী ও খুলনায় প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, “এডিবি বিভিন্ন পৌরসভায় বিনিয়োগ প্রকল্পে সহায়তা করতে পেরে অত্যন্ত গর্বিত। এই সফরে আমি প্রকল্পগুলোর বাস্তব প্রভাব কাছ থেকে দেখেছি—যা মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে। ক্ষুদ্র বিনিয়োগ হলেও এর উন্নয়নমূলক প্রভাব অনেক বড়, এবং এডিবি ভবিষ্যতেও এ ধরনের প্রকল্পে সহায়তা অব্যাহত রাখবে।”

উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা মোকাবিলায় এডিবির পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “কোস্টাল টাউন ক্লাইমেট রিজিলেন্স প্রকল্পের অন্যতম লক্ষ্যই হলো উপকূলীয় শহর ও পৌরসভাগুলোর লবণাক্ততা সমস্যা সমাধান এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডকে শক্তিশালী করা, যাতে মানুষ সরাসরি উপকৃত হয়।”

তিনি আরও বলেন, “আমাদের নগর উন্নয়ন প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য হলো সমন্বিত দৃষ্টিভঙ্গি গ্রহণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতা বৃদ্ধি করা। এতে সংশ্লিষ্ট পৌরসভাগুলোর সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।”

ভবিষ্যতে জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বিনিয়োগ বাড়ানো হবে কি না জানতে চাইলে হোয়ে ইউন জিয়ং বলেন, “অবশ্যই। বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। তাই আমাদের লক্ষ্য হলো উপকূলীয় পৌরসভাগুলোকে, বিশেষ করে জলবায়ু ঝুঁকিতে থাকা শহর এলাকাগুলোতে ধারাবাহিক সহায়তা প্রদান করা।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত