কাতারে হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
কাতারে হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন নেতানিয়াহু ও ট্রাম্প। এসময় কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ইসরায়েল এ ধরনের হামলা চালাবে না।

গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ওই হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু ছিলেন সিনিয়র হামাস নেতারা, যারা তখন যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব এ হামলায় প্রাণে বেঁচে যান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কাতারে হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

কাতারে হামলার ঘটনায় কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

দোহায় হামলার ঘটনায় কাতারের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই হামলায় একজন কাতারি নাগরিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ইসরায়েল।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে কাতারের প্রধানমন্ত্রীকে যৌথভাবে ফোন করেন নেতানিয়াহু ও ট্রাম্প। এসময় কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন তিনি।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে বন্দি মুক্তি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছেন। তিনি আশ্বস্ত করেন, ভবিষ্যতে ইসরায়েল এ ধরনের হামলা চালাবে না।

গত ৯ সেপ্টেম্বর দোহায় চালানো ওই হামলায় অন্তত পাঁচজন হামাস সদস্য এবং একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। হামলায় লক্ষ্যবস্তু ছিলেন সিনিয়র হামাস নেতারা, যারা তখন যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নিচ্ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতৃত্ব এ হামলায় প্রাণে বেঁচে যান।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নেতানিয়াহুর ফোনকলের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র: আল-জাজিরা

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত