নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে শেষদিকে দারুণ চমক দেখিয়েছে বাংলাদেশ। সোবহানা মোস্তারীর দায়িত্বশীল অর্ধশতক ও রাবেয়া খানের ঝড়ো ইনিংসে টাইগ্রেসরা সংগ্রহ করেছে ১৭৮ রান।
মঙ্গলবার (৭ অক্টোবর) ভারতের গৌহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। আগের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পর এবারও ভালো শুরু পায় বাংলাদেশ। ইনিংসের প্রথম তিন ওভারেই স্কোর বোর্ডে আসে ২১ রান। তবে এরপরই আসে ধস।
ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ৯ বলে ৪ রান করে ফেরেন, আর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি রান না করেই আউট হন। অন্যপ্রান্তে শারমিন আক্তার সুপ্তা ৫২ বলে ৩০ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন।
এরপর দলের হাল ধরেন সোবহানা মোস্তারী। তিনি পরিস্থিতি বুঝে ধৈর্য ধরে খেলেন, হাঁকান দারুণ এক অর্ধশতক। ১০৮ বলে ৬০ রান করে তিনি বিদায় নেন দলীয় ১৫৬ রানে।
শেষদিকে ৮ম উইকেট জুটিতে রাবেয়া খান খেলেন ঝড়ো ইনিংস। ২৭ বলে ৪৩ রানের অপরাজিত ইনিংসে দলের রান দাঁড়ায় ১৭৮।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন সোফি একলেস্টন।