রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ অক্টোবর) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে ২৭ জনকে আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক মামলার আসামি, নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
গ্রেপ্তাররা হলেন—আরমান (৩৮), সাজু (৩২), রুস্তম (৩৫), সাঞ্জু ওরফে সাজু ওরফে রাব্বি (২৪), জুয়েল বেপারী (৩০), সুমন (৩২), সেলিম (৩৫), সোহান (২৪), মিরাজ (২০), নাদিম (১৯), রুবেল (২৬), রেজাউল করিম (৬৫), সুজিত রয় (৫৭), সোহাগ (৩০), জাহিদুল ইসলাম (২৩), আরমান (৩২), নাঈম (২০), খাইরুল (২২), সাইদুল (২২), মমতাজ (২০), ইশতেহার (৩৫), ওয়াসিম (৩৫), সুমন (৩০), আব্দুল্লাহ সারমান (৩১), মো. ইমরান হোসেন আলম (২৮), আকাশ (২৫) ও সোহেল (২৮)।
উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, “অভিযান চলাকালে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।”


