এনসিপির প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
এনসিপির প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন
Oplus_131072

দেশের মানুষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলা সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, এনসিপি নবীন একটি রাজনৈতিক দল হলেও বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে—বাংলাদেশের মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে, পছন্দ করছে ও ভালোবাসছে। এটি সম্ভব হয়েছে এনসিপির নীতিনির্ধারণী রাজনীতির কারণে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপি কোনো ধরনের আপস করবে না। কারণ, যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, তাহলে গোটা দক্ষিণ এশিয়ার কোনো জাতিগোষ্ঠী মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে না।

এই এনসিপি নেতা আরও বলেন, এনসিপি বাংলাদেশের সীমানার ভেতরে ও বাইরে থাকা সব মানুষের প্রতিই সহানুভূতিশীল। আমরা এই অঞ্চলের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করবো না।

গুম-হত্যার প্রসঙ্গে তিনি বলেন, বছরের পর বছর যে গুম-হত্যার সংস্কৃতি টিকিয়ে রাখা হয়েছিল, সেই সংস্কৃতি আবার নতুন বাংলাদেশে ফিরে এসেছে, আবারও গুমের মতো ঘটনা ঘটছে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, আমাদের কথার মধ্যে অনেক ভুল ও বিচ্যুতি ছিল, যা আমরা উপলব্ধি করছি। মনের হতাশা থেকে অনেক কথা বলা হয়েছে। তবে সামনের দিনে নতুন বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করতে হলে আমরা সংখ্যার ওপর নির্ভর করবো না।

সভা শেষে তিনি আহ্বান জানান, এনসিপির দেশগঠনের পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌঁছে দিন। এই ঢাকা শহরের প্রতিটি ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এনসিপির প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন

এনসিপির প্রতি দেশের মানুষের আস্থা বাড়ছে: আখতার হোসেন
Oplus_131072

দেশের মানুষ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপর আস্থা রাখছে বলে মন্তব্য করেছেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

শুক্রবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির ঢাকা মহানগর ও ঢাকা জেলা সমন্বয় সভায় যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, এনসিপি নবীন একটি রাজনৈতিক দল হলেও বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে—বাংলাদেশের মানুষ এনসিপির ওপর আস্থা রাখছে, পছন্দ করছে ও ভালোবাসছে। এটি সম্ভব হয়েছে এনসিপির নীতিনির্ধারণী রাজনীতির কারণে।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এনসিপি কোনো ধরনের আপস করবে না। কারণ, যদি স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষুণ্ন হয়, তাহলে গোটা দক্ষিণ এশিয়ার কোনো জাতিগোষ্ঠী মর্যাদার সঙ্গে বাঁচতে পারবে না।

এই এনসিপি নেতা আরও বলেন, এনসিপি বাংলাদেশের সীমানার ভেতরে ও বাইরে থাকা সব মানুষের প্রতিই সহানুভূতিশীল। আমরা এই অঞ্চলের নিরাপত্তা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করবো না।

গুম-হত্যার প্রসঙ্গে তিনি বলেন, বছরের পর বছর যে গুম-হত্যার সংস্কৃতি টিকিয়ে রাখা হয়েছিল, সেই সংস্কৃতি আবার নতুন বাংলাদেশে ফিরে এসেছে, আবারও গুমের মতো ঘটনা ঘটছে।

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে আখতার হোসেন বলেন, আমাদের কথার মধ্যে অনেক ভুল ও বিচ্যুতি ছিল, যা আমরা উপলব্ধি করছি। মনের হতাশা থেকে অনেক কথা বলা হয়েছে। তবে সামনের দিনে নতুন বাংলাদেশের রাজনীতি বিনির্মাণ করতে হলে আমরা সংখ্যার ওপর নির্ভর করবো না।

সভা শেষে তিনি আহ্বান জানান, এনসিপির দেশগঠনের পরিকল্পনাগুলো ঘরে ঘরে পৌঁছে দিন। এই ঢাকা শহরের প্রতিটি ঘরে এনসিপির বার্তা পৌঁছে দিয়ে নতুন বাংলাদেশ গড়তে সহায়তা করুন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত