উপস্থাপিকা ও সংবাদ পাঠিকা থেকে নায়িকা। হ্যা এমনই হয়েছে শবনম বুবলির সাথে। আজ তাহলে জেনে নেই শবনম বুবলির নায়িকা হবার পথ সম্পর্কে। অর্থনীতিতে অনার্স শেষ করে অতঃপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করেছেন এই অভিনেত্রী।ধীরে ধীরে ঢালিউডের সুপারহিট নায়িকা অপু বিশ্বাসের পরিবর্তে শাকিব খানের ‘বসগিরি’ সিনেমার নায়িকা হয়েছেন একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংবাদ উপস্থাপিকা শবনম বুবলি। ক্যারিয়ার জীবনে প্রথমবারের মত অভিনয় জগতে যাত্রা শুরু।
কিন্তু উপস্থাপনার এই যাত্রায় বেশ কয়েকবারই বুবলীর কাছে নাটক-সিনেমা করার অফার আসে । কিন্তু শোনা গিয়েছিল তার সিনেমাজগতে প্রবেশের বিপক্ষে ছিল তার পরিবার। আবার এ বিষয়ে অনেক রকম গুঞ্জন শোনা যায়।কিন্তু নেটিজেনদের অনেকের ধারণা যে বুবলির পরিবারকে সিনেমার পরিচালক ভরসা দিয়েছিলেন সিনেমাজগতের পরিবেশ তাদের পছন্দ ও ভালো লাগবে।তার পরিবারকে অনেক বোঝানোর পর পরিবার রাজি হলে বুবলী সিনেমায় আসেন। অন্যদিকে আরেক গুঞ্জন শোনা যায়, শবনম বুবলীর শর্ত ছিল,যদি সিনেমা করে তা কেবল ঢালিউড কিং শাকিব খানের সঙ্গেই পর্দায় আসবেন তিনি। আর পরিচালক সেই শর্তে রাজি হযে যায় এবং ‘বসগিরি’ সিনেমা দিয়ে শাকিব খানের সঙ্গে পর্দা ভাগ করেন বুবলী।
বেসরকারি টেলিভিশনে সংবাদ পাঠিকা থেকে মাত্র দু-বছরেই জনপ্রিয় চিত্রনায়িকা হিসেবে নিজের জায়গা প্রতিষ্ঠিত করেন আলোচিত-সমালোচিত শবনম ইয়াসমিন বুবলী। তার কাজের তালিকায় সংখ্যা যদিও তুলনামূলক কম হলেও বর্তমানে ঢালিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে একজন বুবলী। পাশাপাশি অনেক ব্যবসাসফল সিনেমাই তিনি উপহার দিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে।
কিন্তু নিঃসন্দেহে ক্যারিয়ারের শুরুতে সহ-অভিনেত্রী হিসেবে শাকিব খানের সঙ্গে কাজ করা বুবলীকে খুব অল্প সময়েই সফলতা এনে দিয়েছে, এমনটাই ধারণা করা যায়। কারণ ২০১৬ সালে সিনেমাজগতে ঢালিউড কিং-এর সঙ্গে করা দুটো সিনেমায় অভিনয় করেই লাইমলাইটে চলে আসেন বুবলী। একের প এক একসঙ্গে অনেক সিনেমায় অভিনয় করায় তাদের দুজনকে নিয়ে একসময় প্রেমের গুঞ্জন ওঠে। কিন্তু এই বিষয়টি যেটা বারবার এড়িয়ে যান জনপ্রিয় এ দুই তারকা। ক্যারিয়ারে ১১টি সিনেমাতেই বুবলী সহকর্মী হিসেবে পেয়েছেন শাকিব খানকে।
সবশেষ তথ্য অনুযায়ী বুবলী ও শাকিব খানের একটি পুত্রসন্তান আছে, যা নিয়ে একই রকম ফেসবুক পোস্ট দিয়েছেন এই দুই তারকা। আবার গুঞ্জন শোনা যাচ্ছে, সম্পর্ক ভেঙে যাওয়ারও।


