ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন

ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন
ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন

ব্ল্যাক প্যান্থার হলো ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র, যা একই নামের মার্ভেল কমিশন সুপার হিরোর ওপর কেন্দ্রীত এবং এটি মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত। এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস দ্বারা প্রবেশিত করা হয়েছে। এটি একটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। (এমসিইউ)-এর ১৮ তম চলচ্চিত্র।

চলচ্চিত্রটি রায়ান কুলগার দ্বারা পরিচালিত হয়েছিল। জো রোবার্ট কোল এর সাথে যিনি চলচিত্রের কাহিনীটি লিখেছিলেন। চলচ্চিত্রটিতে টি’চালা/ব্ল্যাক প্যান্থার এর ভূমিকায় চ্যাডউইক বোজম্যান ছাড়াও রয়েছে মাইকেল বি. জর্ডান, লুপিটা ইয়ংও, ড্যানায় গুরিয়া, মার্কিন ফ্রি-ম্যান, ড্যানিয়েল কালুইয়া, লেটি-টিয়া রাইট, ইউন-স্টোন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট, ফরেস্ট হুইটেকার এবং অ্যান্ডি সারকিস।

টি’চালা এর বাবার মৃত্যুর পর তাকে ওয়াকান্ডার রাজা হিসেবে অভিষিক্ত হয় এই চলচ্চিত্রে, কিন্তু তার একজন প্রতিদ্বন্দ্বী, যিনি দেশটির বিচ্ছিন্নতাবাদী নীতিমালা গুলোর বর্জিত এবং একটি বিশ্বব্যাপী বিদ্রোহ শুরু করার পরিকল্পনার সাথে টি’চলার শ্রেষ্টতার উপর প্রশ্ন তুলে ধরে।

ওয়েসলি স্নাইপ্স একটি ব্ল্যাক প্যানথার চলচ্চিত্রে কাজ করার ক্ষতি হলো তা প্রকাশ করে ছিলেন ১৯৯২ সালে। কিন্তু দুঃখের বিষয় যে, পরিকল্পনাটি স্বীকৃত লাভ করেনি। ২০০৫ সাল এর সেপ্টেম্বর মাসে, মার্ভেল স্টুডিও নির্বাচিত মার্ভেল চলচ্চিত্র গুলোর নির্মিত চলচ্চিত্রের দশটির মধ্যে এটি বিশেষ একটি হিসেবে ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রের ঘোষণা করে। যা প্যারামাউন্ট পিকচার্স দ্বারা প্রবেশিত হয়েছিল।

২০১১ সালের জানুয়ারিতে মার্ক বেইলিকে চলচ্চিত্রটির কাহিনী লেখার জন্য এই পরিকল্পনায় নিয়ে আসা হয়েছিল। ২০১৩ সালের অক্টোবর মাসের মধ্যেই ব্ল্যাক প্যান্থার প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এবং বোজম্যান চরিত্রটি হিসেবে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার ২০১৬ সালে প্রথমবারের জন্য আবির্ভূত হন।

কোল এবং কুগলার ২০১৬ এর দিকে চলচ্চিত্রের কাজে জড়িত হয়েছিলেন। মে মাসেই অধিকতর অভিনয় শিল্পীরাও যোগদান করেছিলেন, যা ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটিকে প্রধানত কৃষ্ণাঙ্গ অভিনয়-শিল্পীর একটি দলের সঙ্গে প্রথম মার্ভেল চলচ্চিত্র বানিয়ে তোলেন। আটলান্টা মহানগর অঞ্চল এবং দক্ষিণ কোরিয়ার বুশানে ইইউই/স্ক্রিন জেমসস্টুডিওতে ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রধান চিত্রগ্রহণ চলতে থাকে।

২০১৮ সালের ২৯ শে জানুয়ারিতে, লস এঞ্জেলসে ব্ল্যাক প্যান্থারের প্রিমিয়ার করা হয় এবং আই ম্যাক্স, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক এবং অন্যান্য পরিতোষিক বৃহত্তর বিন্যাসে ১৬ই ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এই চলচ্চিত্রটি। সমালোচক গণদের দ্বারা পরিচালিত করা এই চলচ্চিত্রটির চিত্রনাট্য, অভিনয় (বিশেষ’ত বোজম্যান, জর্ডান এবং রাইট-এর) পরিচ্ছদ নকশা, প্রযোজনার মান এবং সাউন্ড ট্রেকের জন্য প্রকাশিত হয়। যদিও কম্পিউটার উৎপাদিত গ্রাফিক্স কিছুটা নিন্দিত হয়েছিল।

ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটি বহু সংখ্যক পুরস্কার ও মনোনয়ন লাভ করেছিল। যার মধ্যে ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্রের মতো বিভাগে অন্তর্ভুক্ত ৯১ম একাডেমী পুরস্কারে মনোনয়ন এবং শ্রেষ্ট পরিচ্ছদ নকশা। শ্রেষ্ঠ চলচ্চিত্র সুর এবং শ্রেষ্ঠ উপাদান পরিকল্পনা বিভাগে বিজয় লাভ করেছিল। ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটি হলো একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনয়ন প্রাপ্ত সর্বপ্রথম সুপার হিরো চলচ্চিত্রের পাশাপাশি একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম এমসিইউ চলচ্চিত্র।

এছাড়াও দৃষ্টি নন্দনভাবে, চলচ্চিত্রটি ৭৬ম গোল্ডেন গ্লোব পুরস্কার এ তিনটি মনোনয়ন, ২৫ম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে দুই বার বিজয় এবং ২৪ম ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (তিনবার বিজয়) ও অন্যান্য গুলোর মধ্য হতে ১২টি মনোনয়ন পেয়েছে। সুন্দর একটি অনুবর্তী চলচ্চিত্র উন্নয়নে কাজ চলছে, যেখানে কুগলার আবারো লিখন ও পরিচালনা করবেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন

ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন
ব্ল্যাক প্যান্থার সিমেনা সম্পর্কে জানুন

ব্ল্যাক প্যান্থার হলো ২০১৮ সালের মুক্তিপ্রাপ্ত একটি মার্কিন সুপারহিরো চলচ্চিত্র, যা একই নামের মার্ভেল কমিশন সুপার হিরোর ওপর কেন্দ্রীত এবং এটি মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত। এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচারস দ্বারা প্রবেশিত করা হয়েছে। এটি একটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স। (এমসিইউ)-এর ১৮ তম চলচ্চিত্র।

চলচ্চিত্রটি রায়ান কুলগার দ্বারা পরিচালিত হয়েছিল। জো রোবার্ট কোল এর সাথে যিনি চলচিত্রের কাহিনীটি লিখেছিলেন। চলচ্চিত্রটিতে টি’চালা/ব্ল্যাক প্যান্থার এর ভূমিকায় চ্যাডউইক বোজম্যান ছাড়াও রয়েছে মাইকেল বি. জর্ডান, লুপিটা ইয়ংও, ড্যানায় গুরিয়া, মার্কিন ফ্রি-ম্যান, ড্যানিয়েল কালুইয়া, লেটি-টিয়া রাইট, ইউন-স্টোন ডুক, অ্যাঞ্জেলা ব্যাসেট, ফরেস্ট হুইটেকার এবং অ্যান্ডি সারকিস।

টি’চালা এর বাবার মৃত্যুর পর তাকে ওয়াকান্ডার রাজা হিসেবে অভিষিক্ত হয় এই চলচ্চিত্রে, কিন্তু তার একজন প্রতিদ্বন্দ্বী, যিনি দেশটির বিচ্ছিন্নতাবাদী নীতিমালা গুলোর বর্জিত এবং একটি বিশ্বব্যাপী বিদ্রোহ শুরু করার পরিকল্পনার সাথে টি’চলার শ্রেষ্টতার উপর প্রশ্ন তুলে ধরে।

ওয়েসলি স্নাইপ্স একটি ব্ল্যাক প্যানথার চলচ্চিত্রে কাজ করার ক্ষতি হলো তা প্রকাশ করে ছিলেন ১৯৯২ সালে। কিন্তু দুঃখের বিষয় যে, পরিকল্পনাটি স্বীকৃত লাভ করেনি। ২০০৫ সাল এর সেপ্টেম্বর মাসে, মার্ভেল স্টুডিও নির্বাচিত মার্ভেল চলচ্চিত্র গুলোর নির্মিত চলচ্চিত্রের দশটির মধ্যে এটি বিশেষ একটি হিসেবে ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রের ঘোষণা করে। যা প্যারামাউন্ট পিকচার্স দ্বারা প্রবেশিত হয়েছিল।

২০১১ সালের জানুয়ারিতে মার্ক বেইলিকে চলচ্চিত্রটির কাহিনী লেখার জন্য এই পরিকল্পনায় নিয়ে আসা হয়েছিল। ২০১৩ সালের অক্টোবর মাসের মধ্যেই ব্ল্যাক প্যান্থার প্রাতিষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়, এবং বোজম্যান চরিত্রটি হিসেবে ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার ২০১৬ সালে প্রথমবারের জন্য আবির্ভূত হন।

কোল এবং কুগলার ২০১৬ এর দিকে চলচ্চিত্রের কাজে জড়িত হয়েছিলেন। মে মাসেই অধিকতর অভিনয় শিল্পীরাও যোগদান করেছিলেন, যা ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটিকে প্রধানত কৃষ্ণাঙ্গ অভিনয়-শিল্পীর একটি দলের সঙ্গে প্রথম মার্ভেল চলচ্চিত্র বানিয়ে তোলেন। আটলান্টা মহানগর অঞ্চল এবং দক্ষিণ কোরিয়ার বুশানে ইইউই/স্ক্রিন জেমসস্টুডিওতে ২০১৭ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত প্রধান চিত্রগ্রহণ চলতে থাকে।

২০১৮ সালের ২৯ শে জানুয়ারিতে, লস এঞ্জেলসে ব্ল্যাক প্যান্থারের প্রিমিয়ার করা হয় এবং আই ম্যাক্স, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক এবং অন্যান্য পরিতোষিক বৃহত্তর বিন্যাসে ১৬ই ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয় এই চলচ্চিত্রটি। সমালোচক গণদের দ্বারা পরিচালিত করা এই চলচ্চিত্রটির চিত্রনাট্য, অভিনয় (বিশেষ’ত বোজম্যান, জর্ডান এবং রাইট-এর) পরিচ্ছদ নকশা, প্রযোজনার মান এবং সাউন্ড ট্রেকের জন্য প্রকাশিত হয়। যদিও কম্পিউটার উৎপাদিত গ্রাফিক্স কিছুটা নিন্দিত হয়েছিল।

ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটি বহু সংখ্যক পুরস্কার ও মনোনয়ন লাভ করেছিল। যার মধ্যে ছিল শ্রেষ্ঠ চলচ্চিত্রের মতো বিভাগে অন্তর্ভুক্ত ৯১ম একাডেমী পুরস্কারে মনোনয়ন এবং শ্রেষ্ট পরিচ্ছদ নকশা। শ্রেষ্ঠ চলচ্চিত্র সুর এবং শ্রেষ্ঠ উপাদান পরিকল্পনা বিভাগে বিজয় লাভ করেছিল। ব্ল্যাক প্যান্থার চলচ্চিত্রটি হলো একটি শ্রেষ্ঠ চলচ্চিত্র মনোনয়ন প্রাপ্ত সর্বপ্রথম সুপার হিরো চলচ্চিত্রের পাশাপাশি একাডেমি পুরস্কার বিজয়ী প্রথম এমসিইউ চলচ্চিত্র।

এছাড়াও দৃষ্টি নন্দনভাবে, চলচ্চিত্রটি ৭৬ম গোল্ডেন গ্লোব পুরস্কার এ তিনটি মনোনয়ন, ২৫ম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারে দুই বার বিজয় এবং ২৪ম ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার (তিনবার বিজয়) ও অন্যান্য গুলোর মধ্য হতে ১২টি মনোনয়ন পেয়েছে। সুন্দর একটি অনুবর্তী চলচ্চিত্র উন্নয়নে কাজ চলছে, যেখানে কুগলার আবারো লিখন ও পরিচালনা করবেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত