শাহরুখ খান,যার অভিনয়ের দ্যুতি শুধু ভারতে নয়, ছড়িয়ে আছে বিশ্বব্যাপী।বলিউডের এই খ্যাতিমান তারকা ২ নভেম্বর ১৯৬৫ সালে ভারতের নয়াদিল্লিতে জন্মগ্রহন করেন।ক্যারিয়ারের শুরু থেকে এই পর্যন্ত ৮০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।তিনি পরিচিত একাধিক নামে।
সেই নব্বই দশক থেকে শুরু করে এখন পর্যন্ত বক্স অফিসে সবচেয়ে বেশি ‘বাম্পার’ শুরু এনে দেওয়া অভিনেতার নাম শাহরুখ খান। তাঁর অভিনীত ৬২ সিনেমার মধ্যে ১৬টি বক্স অফিসে দুর্দান্ত শুরু করে। এরপর প্রযোজক মহলে তো তাঁর নামই হয়ে যায় ‘বাম্পার ওপেনার’। তাঁকে নেওয়া মানে প্রযোজকেরা ধরেই নিতেন ছবির খরচের অনেকটা প্রথম দিনই উঠে আসবে। বক্স অফিসে দারুণ শুরু এনে দেওয়ার এই সুনাম অভিনেতাকে ‘বলিউড কিং’ তকমা জুটিয়ে দেয়।নব্বইয়ের দশকে অভিষেক হওয়া তিনিই একমাত্র অভিনেতা, যাঁর পরপর ১০টি হিট সিনেমা আছে। ২০০৬ থেকে ২০১৪—আশ্চর্য হলেও সত্যি এই আট বছরে শাহরুখের একটিও ফ্লপ ছবি নেই।
তিনি অসংখ্য পুরস্কার অর্জন করেছেন, তন্মধ্যে রয়েছে চৌদ্দটি ফিল্মফেয়ার পুরস্কার, যার আটটিই শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার। হিন্দি চলচ্চিত্রে অসাধারণ অবদানের জন্য ২০০২ সালে ভারত সরকার শাহরুখ খানকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে এবং ফ্রান্স সরকার তাকে অর্দ্র দে আর্ত এ দে লেত্র ও লেজিওঁ দনর সম্মাননায় ভূষিত করে। অভিনেতা হিসেবে বৈশ্বিক অবদানের জন্য শাহরুখ খানকে সম্মানসূচক ডক্টরেট উপাধিতে ভূষিত করেছে স্কটল্যান্ডের প্রাচীন বিশ্ববিদ্যালয় এডিনবরা বিশ্ববিদ্যালয়। এশিয়ায় ও বিশ্বব্যাপী ভারতীয় বংশোদ্ভূত তার প্রায় ৩.২ বিলিয়ন ভক্ত রয়েছে এবং তার মোট অর্থসম্পদের পরিমাণ ২৫০০ কোটি রুপি-এরও বেশি। ওয়েলথ-এক্স সংস্থার বিচারে বিশ্বের সবথেকে ধনী হলিউড, বলিউড তারকার তালিকায় শাহরুখ খান দ্বিতীয় স্থান পেয়েছেন। দর্শক ও আয়ের দিক থেকে তাকে বিশ্বের অন্যতম সফল চলচ্চিত্র তারকা বলে অভিহিত করা হয়।


