উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন গবির সাবেক শিক্ষার্থী

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন গবির সাবেক শিক্ষার্থী
নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাবেক শিক্ষার্থী জুয়েল রানা ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

গত ২১ মে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

ভাইস চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী জুয়েল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা বলেন, আমার বিশ্ববিদ্যালয়ই আমাকে জনগণের সেবা করার মতো নেতৃত্ব দিতে শিখিয়েছে। ছাত্রসংসদ নির্বাচনে সকলের সমর্থন পেয়ে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ পেয়েছিলাম। একইভাবে এই নির্বাচনেও আমি শিক্ষার্থী ভাই-বোন ও শিক্ষকদের সহযোগীতা পেয়েছি। আমি কৃতজ্ঞ। আমি চাই বিশ্ববিদ্যালয় থেকেই আরও যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক।

অগ্রজের জয়লাভে উচ্ছ্বসিত আইন বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, ভিপি জুয়েল তরুণদের নেতা। হাড্ডাহাড্ডি ব্যালট লড়াইয়ের পরেই কাঙ্খিত এই অর্জন। নির্বাচনে গণ জোয়ার ঘটেছে তার ক্লিন ইমেজ এবং সদালাপী গুণের কারণে। আমরা চাই তিনি গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠুক।

সাবেক শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “জুয়েল রানার এই সাফল্যে আমি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। তার জনসেবামূলক সফল রাজনৈতিক জীবন কামনা করছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন গবির সাবেক শিক্ষার্থী

উপজেলা ভাইস চেয়ারম্যান হলেন গবির সাবেক শিক্ষার্থী
নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা

গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সাবেক শিক্ষার্থী জুয়েল রানা ঢাকা জেলার ধামরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্র সংসদের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

গত ২১ মে রাতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন। এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

ভাইস চেয়ারম্যান পদে ৫২ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বই প্রতীকের প্রার্থী জুয়েল রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ভোট পেয়েছেন ৪৪ হাজার ৮৬০ ভোট পেয়েছেন।

নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান জুয়েল রানা বলেন, আমার বিশ্ববিদ্যালয়ই আমাকে জনগণের সেবা করার মতো নেতৃত্ব দিতে শিখিয়েছে। ছাত্রসংসদ নির্বাচনে সকলের সমর্থন পেয়ে শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ পেয়েছিলাম। একইভাবে এই নির্বাচনেও আমি শিক্ষার্থী ভাই-বোন ও শিক্ষকদের সহযোগীতা পেয়েছি। আমি কৃতজ্ঞ। আমি চাই বিশ্ববিদ্যালয় থেকেই আরও যোগ্য নেতৃত্ব গড়ে উঠুক।

অগ্রজের জয়লাভে উচ্ছ্বসিত আইন বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, ভিপি জুয়েল তরুণদের নেতা। হাড্ডাহাড্ডি ব্যালট লড়াইয়ের পরেই কাঙ্খিত এই অর্জন। নির্বাচনে গণ জোয়ার ঘটেছে তার ক্লিন ইমেজ এবং সদালাপী গুণের কারণে। আমরা চাই তিনি গণমানুষের কন্ঠস্বর হয়ে উঠুক।

সাবেক শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল হোসেন বলেন, “জুয়েল রানার এই সাফল্যে আমি এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত। তার জনসেবামূলক সফল রাজনৈতিক জীবন কামনা করছি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত