ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।”

তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে একটি হাদিস উদ্ধৃত করে বলেন—
“যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে লড়ব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এ ধরনের পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,
“আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে সারাদেশে উৎসব-আনন্দ উদযাপন করুন এবং সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: তারেক রহমান

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৮ সেপ্টেম্বর) পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের আবহমানকালের ধর্মীয়-সামাজিক মূল্যবোধের সৌন্দর্যই হলো বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব।”

তিনি হিন্দু সম্প্রদায়কে নিশ্চিন্তে উৎসব উদযাপনের পাশাপাশি সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, রাষ্ট্র ও সংবিধান প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করেছে। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গে একটি হাদিস উদ্ধৃত করে বলেন—
“যে ব্যক্তি রাষ্ট্রের নিরাপত্তাপ্রাপ্ত অমুসলিমকে নির্যাতন করে বা তার অধিকার খর্ব করে, কেয়ামতের দিন আমি তার বিরুদ্ধে লড়ব।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, ফ্যাসিবাদী শাসনামলে দুর্গোৎসব ঘিরে সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হয়েছে। এ ধরনের পরিস্থিতি যেন আর তৈরি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন,
“আপনারা উৎসাহ-উদ্দীপনা সহকারে নিশ্চিন্তে সারাদেশে উৎসব-আনন্দ উদযাপন করুন এবং সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন।”

শুভেচ্ছা বার্তার শেষে তিনি বলেন, “আমরা বিশ্বাস করি— ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত