চীনের সাবেক কৃষি মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
চীনের সাবেক কৃষি মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে দুই বছরের জন্য তা স্থগিত রাখা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করেছে, বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। আদালত জানিয়েছে, তাং ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থাকাকালীন ২৬৮ মিলিয়ন ইউয়ান (৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন। অপরাধ স্বীকার করার কারণে তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

তাং রেনজিয়ানকে ২০২৪ সালের নভেম্বরে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়, দু’মাস পরই দুর্নীতি দমন সংস্থার অধীনে তদন্ত শুরু করা হয়। রয়টার্স জানিয়েছে, এই তদন্ত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো অস্বাভাবিক দ্রুত সম্পন্ন হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সাল থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা যন্ত্রে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, যাতে পুলিশ, প্রসিকিউটর ও বিচারকরা ‘সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য’ হন।

সরকারি জীবনী অনুসারে, তাং রেনজিয়ান মন্ত্রী হওয়ার আগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন। শি জিনপিং চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছেন, দুর্নীতি কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং এটি বেড়েই চলেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

চীনের সাবেক কৃষি মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

চীনের সাবেক কৃষি মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

চীনের সাবেক কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রী তাং রেনজিয়ানকে ঘুষ গ্রহণের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তবে দুই বছরের জন্য তা স্থগিত রাখা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জিলিন প্রদেশের চাংচুন ইন্টারমিডিয়েট পিপলস কোর্ট এই রায় ঘোষণা করেছে, বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। আদালত জানিয়েছে, তাং ২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন পদে থাকাকালীন ২৬৮ মিলিয়ন ইউয়ান (৩৭.৬ মিলিয়ন ডলার) ঘুষ গ্রহণ করেছেন। অপরাধ স্বীকার করার কারণে তার মৃত্যুদণ্ড দুই বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

তাং রেনজিয়ানকে ২০২৪ সালের নভেম্বরে চীনের কমিউনিস্ট পার্টি থেকে বহিষ্কার করা হয়, দু’মাস পরই দুর্নীতি দমন সংস্থার অধীনে তদন্ত শুরু করা হয়। রয়টার্স জানিয়েছে, এই তদন্ত অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের মতো অস্বাভাবিক দ্রুত সম্পন্ন হয়।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ২০২০ সাল থেকে অভ্যন্তরীণ নিরাপত্তা যন্ত্রে শুদ্ধি অভিযান চালাচ্ছেন, যাতে পুলিশ, প্রসিকিউটর ও বিচারকরা ‘সম্পূর্ণ অনুগত, সম্পূর্ণ বিশুদ্ধ এবং সম্পূর্ণ নির্ভরযোগ্য’ হন।

সরকারি জীবনী অনুসারে, তাং রেনজিয়ান মন্ত্রী হওয়ার আগে ২০১৭ থেকে ২০২০ পর্যন্ত গানসু প্রদেশের গভর্নর ছিলেন। শি জিনপিং চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছেন, দুর্নীতি কমিউনিস্ট পার্টির জন্য সবচেয়ে বড় হুমকি এবং এটি বেড়েই চলেছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত