সেনা নিরাপত্তায় সাজেক থেকে সরিয়ে আনা হয়েছে পর্যটক

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সেনা নিরাপত্তায় সাজেক থেকে সরিয়ে আনা হয়েছে পর্যটক

খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় জেলা শহরে আনা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

এর আগে দুপুরে সেনাবাহিনী পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরানোর উদ্যোগ নেয়। তবে শহরে সংঘর্ষ দেখা দিলে তাদের প্রথমে দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কৃষি গবেষণা এলাকায় স্থানান্তর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেনা নিরাপত্তায় পর্যটকবাহী গাড়িগুলো শহর ত্যাগ করে।

সংঘর্ষের পর শহরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। পর্যটক ছাড়াও ঢাকা–চট্টগ্রামগামী বাসগুলোকে বিশেষ ব্যবস্থায় ছেড়ে দেওয়া হয়।

দিনের বেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। এর জেরে বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার আধাবেলা অবরোধ, শুক্রবার মহাসমাবেশ এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সেনা নিরাপত্তায় সাজেক থেকে সরিয়ে আনা হয়েছে পর্যটক

সেনা নিরাপত্তায় সাজেক থেকে সরিয়ে আনা হয়েছে পর্যটক

খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও সহিংস পরিস্থিতির কারণে সাজেকে আটকে পড়া দুই হাজারের বেশি পর্যটককে সেনাবাহিনীর নিরাপত্তায় জেলা শহরে আনা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার পর তারা নিজ নিজ গন্তব্যে রওনা দেন।

এর আগে দুপুরে সেনাবাহিনী পর্যটকদের সাজেক থেকে খাগড়াছড়িতে ফেরানোর উদ্যোগ নেয়। তবে শহরে সংঘর্ষ দেখা দিলে তাদের প্রথমে দীঘিনালা সেনা জোনে রাখা হয়। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কৃষি গবেষণা এলাকায় স্থানান্তর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সেনা নিরাপত্তায় পর্যটকবাহী গাড়িগুলো শহর ত্যাগ করে।

সংঘর্ষের পর শহরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছে। পর্যটক ছাড়াও ঢাকা–চট্টগ্রামগামী বাসগুলোকে বিশেষ ব্যবস্থায় ছেড়ে দেওয়া হয়।

দিনের বেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে। পাশাপাশি ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

উল্লেখ্য, গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। এর জেরে বুধবার থেকে জুম্ম ছাত্র-জনতা বিক্ষোভ শুরু করে। বৃহস্পতিবার আধাবেলা অবরোধ, শুক্রবার মহাসমাবেশ এবং শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের কর্মসূচি পালন করা হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত