রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে মাটির ঘরের দেওয়াল ধ্বসে মোঃ জুনায়েদ নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশুটি উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ম্রংদং পাড়ার বাসিন্দা মোঃ জাহাঙ্গীর আলমের ছোট ছেলে।
পারিবারিকসুত্রে জানা যায়, রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে নিজ বাড়ির উঠানে খেলা করছিলো শিশুটি। মাটির ঘরের দেওয়ালটি নাজুক এবং নরম হওয়ায় হঠাৎ ধ্বসে গিয়ে খেলারত শিশুটির উপর পড়ে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান কামাল জানান, দেওয়াল ধ্বসে শিশুটির মৃত্যুর ঘটনায় পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশটি পরিবারের কাছে হস্তাস্তর করা হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।