ভিভো ভি৬০ লাইট: ভ্রমণের জন্য দারুণ ছবি তোলার সঙ্গী

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ভিভো ভি৬০ লাইট: ভ্রমণের জন্য দারুণ ছবি তোলার সঙ্গী

আব্দুর রহমান ঈশানঃ ভ্রমণের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসছে ভিভো ভি৬০ লাইট। আধুনিক ডিজাইন, স্মার্ট এআই প্রযুক্তি আর দুর্দান্ত ক্যামেরার সমন্বয়ে এটি হতে পারে যেকোনো ভ্রমণপিপাসুর পারফেক্ট সঙ্গী।

ভিভোর জনপ্রিয় ভি সিরিজ বরাবরই পোর্ট্রেট ফটোগ্রাফিতে পরিচিতি পেয়েছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে এআই ফোর-সিজন পোর্ট্রেট ও উন্নত অরা লাইট পোর্ট্রেট ৩.০। ফলে সূর্যাস্তের পাহাড়চূড়া থেকে শুরু করে নিয়ন আলোয় রাতের শহর—সব জায়গায় পাওয়া যাবে জীবন্ত ও প্রাকৃতিক ছবি।

শুধু তাই নয়, এআই ইরেজ ৩.০ প্রযুক্তি দিয়ে সহজেই ছবির অপ্রয়োজনীয় বস্তু বা ভিড় সরানো যাবে। আর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও ছবিকে করে তুলবে আরও প্রাণবন্ত, কোনো এডিটিং ঝামেলা ছাড়াই।

ডিজাইনেও ভিভো ভি৬০ লাইট একেবারে ভ্রমণবান্ধব। মাত্র ৭.৫৯ মিমি পুরুত্ব, স্লিম ফ্ল্যাট স্ক্রিন এবং মিনিমাল ক্যামেরা মডিউল দিয়েছে ফ্ল্যাগশিপ লুক। ফোনটি আসছে দুটি আকর্ষণীয় রঙে—টাইটানিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক।

প্রো-গ্রেড ক্যামেরা, স্মার্ট ফিচার আর স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে ভিভো ভি৬০ লাইট ভ্রমণকারীদের জন্য হয়ে উঠতে পারে আদর্শ সঙ্গী।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভিভো ভি৬০ লাইট: ভ্রমণের জন্য দারুণ ছবি তোলার সঙ্গী

ভিভো ভি৬০ লাইট: ভ্রমণের জন্য দারুণ ছবি তোলার সঙ্গী

আব্দুর রহমান ঈশানঃ ভ্রমণের প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখতে আসছে ভিভো ভি৬০ লাইট। আধুনিক ডিজাইন, স্মার্ট এআই প্রযুক্তি আর দুর্দান্ত ক্যামেরার সমন্বয়ে এটি হতে পারে যেকোনো ভ্রমণপিপাসুর পারফেক্ট সঙ্গী।

ভিভোর জনপ্রিয় ভি সিরিজ বরাবরই পোর্ট্রেট ফটোগ্রাফিতে পরিচিতি পেয়েছে। নতুন এই মডেলে যুক্ত হয়েছে এআই ফোর-সিজন পোর্ট্রেট ও উন্নত অরা লাইট পোর্ট্রেট ৩.০। ফলে সূর্যাস্তের পাহাড়চূড়া থেকে শুরু করে নিয়ন আলোয় রাতের শহর—সব জায়গায় পাওয়া যাবে জীবন্ত ও প্রাকৃতিক ছবি।

শুধু তাই নয়, এআই ইরেজ ৩.০ প্রযুক্তি দিয়ে সহজেই ছবির অপ্রয়োজনীয় বস্তু বা ভিড় সরানো যাবে। আর প্রফেশনাল এআই ইমেজ স্টুডিও ছবিকে করে তুলবে আরও প্রাণবন্ত, কোনো এডিটিং ঝামেলা ছাড়াই।

ডিজাইনেও ভিভো ভি৬০ লাইট একেবারে ভ্রমণবান্ধব। মাত্র ৭.৫৯ মিমি পুরুত্ব, স্লিম ফ্ল্যাট স্ক্রিন এবং মিনিমাল ক্যামেরা মডিউল দিয়েছে ফ্ল্যাগশিপ লুক। ফোনটি আসছে দুটি আকর্ষণীয় রঙে—টাইটানিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক।

প্রো-গ্রেড ক্যামেরা, স্মার্ট ফিচার আর স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে ভিভো ভি৬০ লাইট ভ্রমণকারীদের জন্য হয়ে উঠতে পারে আদর্শ সঙ্গী।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত