গরমে অফিসে স্মার্ট লুকের জন্য কালো পোশাক অনেকে বেছে নেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, কালো রঙের পোশাক গরম আবহাওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয়।
কারণ কালো রঙ সূর্যের আলো ও তাপ সবচেয়ে বেশি শোষণ করে। এর ফলে শরীরে তাপ দ্রুত জমে গিয়ে অস্বস্তি সৃষ্টি হয়। অন্যদিকে সাদা বা হালকা রঙের পোশাক সূর্যের আলো প্রতিফলিত করে, ফলে শরীরে তাপমাত্রা তুলনামূলক কম লাগে।
ফ্যাশন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, গরমে আরামদায়ক ও স্মার্ট লুকের জন্য হালকা রঙের পোশাক বেছে নেয়াই ভালো। সাদা, ছাই, হালকা গোলাপি, বাটার ইয়েলো বা আইসি ব্লুর মতো রঙ চোখে প্রশান্তি আনে এবং গরমে আরাম দেয়।
কাপড়ের ক্ষেত্রেও সচেতন হওয়া জরুরি। গরমে সুতির কাপড় সবচেয়ে উপযোগী, কারণ এর ভেতর দিয়ে সহজে বাতাস চলাচল করতে পারে এবং ঘাম শোষণক্ষমতাও বেশি। লিনেনও গরমে আরামদায়ক কাপড় হিসেবে পরিচিত। এছাড়া খদ্দর, ভিসকস, ধুপিয়ান, শিফন কিংবা হালকা সিল্কও ব্যবহার করা যেতে পারে।
ফ্যাশন হাউসগুলোও গরমের কথা মাথায় রেখে ঢিলেঢালা ও আধুনিক কাটছাঁটের পোশাক বাজারে এনেছে। তাই গরমে জমকালো পোশাকের পরিবর্তে হালকা, আরামদায়ক ও সাদামাটা পোশাক পরাই স্মার্ট ও স্বাস্থ্যসম্মত।