১৫ বছরে দরিদ্র নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
১৫ বছরে দরিদ্র নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, গত ১৫ বছরে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

গত ১৫ বছরের (২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪) সাফল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ১২৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। উল্লিখিত বরাদ্দ দ্বারা এ পর্যন্ত এক লাখ ২৪ জন গ্রামীণ দরিদ্র নারীকে ১৩০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত এসব ঋণ থেকে আদায়ের পরিমাণ ১০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার। যা আদায়ের হার ৮২.১৭ শতাংশ।

তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের নারীদের কর্মসংস্থান ও পুনর্বাসন করতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এই কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে আয়বর্ধক কর্মসূচি, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, গরু-ছাগল মোটাতাজাকরণসহ নানা কাজে ঋণ দেওয়া হয়। কর্মক্ষম স্বামী পরিত্যক্তা ও বিধবারা জেলা বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবর আবেদন করতে পারেন।

তিনি আরো বলেন, ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হয়। একজন নারীকে এককভাবে ২৫ হাজার টাকা পর্যন্ত এবং দলীয়ভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

১৫ বছরে দরিদ্র নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ

১৫ বছরে দরিদ্র নারীদের ১৩০ কোটি টাকা ঋণ বিতরণ
ছবি: সংগৃহীত

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সিমিন হোসেন (রিমি) বলেছেন, গত ১৫ বছরে গ্রামীণ দরিদ্র নারীদের মাঝে ১৩০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করেন।

গত ১৫ বছরের (২০০৯-১০ অর্থবছর থেকে ২০২৩-২৪) সাফল্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত এ খাতে মোট বরাদ্দ ছিল ১২৯ কোটি ৭৮ লাখ ২০ হাজার টাকা। উল্লিখিত বরাদ্দ দ্বারা এ পর্যন্ত এক লাখ ২৪ জন গ্রামীণ দরিদ্র নারীকে ১৩০ কোটি ৬৪ লাখ ৩৪ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত এসব ঋণ থেকে আদায়ের পরিমাণ ১০৭ কোটি ৩৫ লাখ ৮ হাজার। যা আদায়ের হার ৮২.১৭ শতাংশ।

তিনি বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দেশের নারীদের কর্মসংস্থান ও পুনর্বাসন করতে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছে। নারীদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কার্যক্রম এই কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে আয়বর্ধক কর্মসূচি, মৎস্য চাষ, হাঁস-মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, গরু-ছাগল মোটাতাজাকরণসহ নানা কাজে ঋণ দেওয়া হয়। কর্মক্ষম স্বামী পরিত্যক্তা ও বিধবারা জেলা বা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবর আবেদন করতে পারেন।

তিনি আরো বলেন, ঋণগ্রহীতাদের কাছ থেকে কোনো সুদ আদায় করা হয় না। তবে ৫ শতাংশ সার্ভিস চার্জ নেওয়া হয়। একজন নারীকে এককভাবে ২৫ হাজার টাকা পর্যন্ত এবং দলীয়ভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত