এশিয়া কাপের ১৭তম আসরের ফাইনালে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতায় ভারতের সামনে সহজ লক্ষ্য। টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করলেও শেষ পর্যন্ত মাত্র ১৪৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান।
প্রথম উইকেট জুটিতে শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৫৮ বলে ৮৪ রান তোলেন। ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন ৫ চার ও ৩ ছক্কায়। ফখর জামান করেন ৩৫ বলে ৪৬ রান। কিন্তু এই দুই ওপেনার ফিরতেই ব্যাটিং লাইনে ধস নামে পাকিস্তানের।
৯.৪ ওভারে ৮৪ রানে প্রথম উইকেট হারানোর পর বাকি ৬২ বলে মাত্র ৬২ রান যোগ করতে পারে দলটি। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে একে একে ফেরেন সাইম আয়ুব (৭), হারিস (০), আগা সালমান (৮), হাসান তালাত (১), শাহিন আফ্রিদি (০) ও ফাহিম আশরাফ (৪)।
শেষ পর্যন্ত পুরো দল থামে ১৪৬ রানে। ভারতের সামনে এশিয়া কাপের নবম শিরোপা জয়ের জন্য প্রয়োজন মাত্র ১৪৭ রান। এর আগে ফাইনালে ১২ বার মুখোমুখি হয়েছিল দুই দল—জিতেছে পাকিস্তান ৮ বার, ভারত ৪ বার। সর্বশেষ ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তান ভারতকে হারিয়েছিল ১৫০ রানের বিশাল ব্যবধানে।