আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর খবর গুজব। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লেও হাসপাতালের কাস্টমার কেয়ার নিশ্চিত করেছে, তিনি সুস্থ আছেন। হাসপাতালের স্টাফ তুহিত জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে এ নিয়ে অনেক ফোন এসেছে।
এর আগে ২৮ মে সোশ্যাল মিডিয়ায় ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মৃত্যুর খবর ছড়ানো হয়েছিল।