ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী: রিজভী

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী: রিজভী

জামায়াতের এক নেতার দেওয়া ভারতের সঙ্গে যুদ্ধের হুমকির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ মন্তব্য করেন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন—
“আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। যদি ভারত বাংলাদেশে ঢুকে, তবে কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।”

রিজভী নাম উল্লেখ না করে বলেন, জামায়াতের এক নেতার বক্তব্য মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে— পার্শ্ববর্তী দেশ আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে— এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে— পানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু আক্রমণের আশঙ্কা ছড়ানো দেশের জন্য বিপজ্জনক ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী।

তিনি আরও বলেন, আমরা একসময় একটি ফ্যাসিবাদের পতন দেখেছি। কিন্তু আজ আবারও নতুন করে আরেকটি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা— সেটি আজ মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জামায়াত নেতার বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বড় ধরনের কোনো গেম প্ল্যান আছে কিনা— এ নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। এটি রাষ্ট্রবিরোধী এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত বহন করে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী: রিজভী

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বিপজ্জনক ও রাষ্ট্রবিরোধী: রিজভী

জামায়াতের এক নেতার দেওয়া ভারতের সঙ্গে যুদ্ধের হুমকির বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এ ধরনের মন্তব্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পরিপন্থী এবং জাতীয় স্বার্থের জন্য বিপজ্জনক।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রিজভী এ মন্তব্য করেন।

গত শনিবার (২৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন—
“আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। যদি ভারত বাংলাদেশে ঢুকে, তবে কমপক্ষে ৫০ লাখ যুবক ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে।”

রিজভী নাম উল্লেখ না করে বলেন, জামায়াতের এক নেতার বক্তব্য মানুষকে গভীরভাবে ভাবিয়ে তুলছে— পার্শ্ববর্তী দেশ আক্রমণ করতে পারে, যুদ্ধ হতে পারে— এই কথাগুলো কেন আসছে? এটা কি কোনো পাতানো বিষয়? আমাদের অনেক অমীমাংসিত বিষয় আছে— পানি, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি। এসব আলোচনা ও কূটনৈতিক তৎপরতার মাধ্যমে সমাধান করা যায়। কিন্তু আক্রমণের আশঙ্কা ছড়ানো দেশের জন্য বিপজ্জনক ও স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী।

তিনি আরও বলেন, আমরা একসময় একটি ফ্যাসিবাদের পতন দেখেছি। কিন্তু আজ আবারও নতুন করে আরেকটি ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে কিনা— সেটি আজ মানুষের মনে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। জামায়াত নেতার বক্তব্যের পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, বড় ধরনের কোনো গেম প্ল্যান আছে কিনা— এ নিয়েও মানুষের মধ্যে প্রশ্ন উঠছে। এটি রাষ্ট্রবিরোধী এবং দেশের সার্বভৌমত্বকে দুর্বল করার ইঙ্গিত বহন করে।

এ সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য (দপ্তর সংযুক্ত) আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত