শাকিল হোসেন, কালিয়াকৈর প্রতিনিধি:: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গলায় ফাঁস দিয়ে কায়কোবাদ (৩৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। সোমবার সকালে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার সিনাবহ বাঙ্গাল জাঙ্গাল এলাকার মহিউদ্দিন মিয়ার ছেলে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কায়কোবাদ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। বিবাহিত হওয়া সত্ত্বেও মা-বাবা থেকে আলাদা বসবাস করতেন। মাদকাসক্ত হওয়ায় তার পরিবার, স্ত্রী, সন্তান ও প্রতিবেশীদের সঙ্গে তার সম্পর্ক ততটা ভালো ছিল না। গত এক মাস পূর্বে তার স্ত্রী অভিমান করে বাপের বাড়ি চলে যান।
সোমবার সকালে প্রতিবেশীরা দেখেন দরজার সামনে এক জোড়া জুতা পড়ে আছে, কিন্তু দরজা বন্ধ এবং ফাঁসের সাথে মাছি উড়ছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন যোবায়ের জানান, মাদকাসক্ত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।