সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ছালাভরা গ্রামের বড় ব্রিজ (ইন্দুল্লার দহ) এলাকায় ঢাকাগামী আখি স্পেশাল পরিবহনের একটি বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি সাইকেল নিয়ে ব্রিজের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ দ্রুতগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায় এবং পরে তাতে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ব্রিজ এলাকায় দীর্ঘদিন ধরে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল করছে। একাধিকবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে নিয়মিত পুলিশি টহল দিলে এমন দুর্ঘটনা কমতো। আজ আবার এক নিরীহ মানুষ প্রাণ হারালেন।”
আরেকজন পথচারী বলেন, “বাসগুলো যখন আসে, তখন মনে হয় যুদ্ধের গাড়ি ছুটছে। এই ব্রিজের দুই পাশে স্পিডব্রেকার জরুরি।”
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
একটি দুর্ঘটনা, একটি প্রাণহানি আর জনতার ক্ষোভে জ্বলে গেল একটি বাস। এলাকাবাসীর দাবি—দ্রুতগতির যান নিয়ন্ত্রণে না আনলে এরকম দুর্ঘটনা থামবে না।