রবিবর বিকাল থেকে শুরু হওয়া সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে পরিদর্শন করেছেন রাজস্থলী উপজেলার দায়িত্বপ্রাপ্ত কাউখালী উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আওয়ালীন খালেক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি রাজস্থলী উপজেলার ৪টি পূজামণ্ডপ রাজস্থলী কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির, কুতুরিয়াপাড়া শ্রী শ্রী শিব মন্দির, শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালি মন্দির, ছাগলখাইয়া সার্বজনীন কৃষ্ণ মন্দির পরিদর্শন করেন এবং পূজা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় রাজস্থলী উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সনাতনী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।