খ্যাতিমান চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন আছেন। বুধবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তার ছেলে ও নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়।
কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জয় জানান, দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন ইলিয়াস কাঞ্চন। গত এপ্রিলে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসাইন্সের চিকিৎসকরা জানান, অপারেশন করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে।
এরপর পরিবার সিদ্ধান্ত নেয় লন্ডনে নিয়ে চিকিৎসা করার। সেই অনুযায়ী গত ২৬ এপ্রিল তিনি লন্ডনে যান। সেখানে দীর্ঘ তিন মাস পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে তার মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। তাই আংশিক অপসারণের পর অবশিষ্ট অংশ রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত হয়েছে।
ডাক্তারদের পরিকল্পনা অনুযায়ী মোট ৩০ দিন রেডিয়েশন ও কেমোথেরাপি দিতে হবে, যা সপ্তাহে পাঁচ দিন করে টানা ছয় সপ্তাহ চলবে। এই চিকিৎসা শেষ হলে আরও চার সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। এরপর চিকিৎসকের অনুমতি সাপেক্ষে তিনি দেশে ফিরতে পারবেন।