বাংলাদেশকে ১৪৮ রানের চ্যালেঞ্জ দিলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
বাংলাদেশকে ১৪৮ রানের চ্যালেঞ্জ দিলো আফগানিস্তান

সিরিজে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৪৮ রান।

অষ্টম ওভারের পঞ্চম বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রিশাদ হোসেনের বল লং অনে ক্যাচ তুলে দেন সেদিকউল্লাহ আতাল। আউট হওয়ার আগে তিনি ১৯ বলে ২৩ রান করেন। ৫৫ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

১১তম ওভারে আসে দ্বিতীয় উইকেট। নাসুম আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির সামনে ধরা পড়েন ইবরাহিম জাদরান। তিনি সাজঘরে ফেরেন ৭১ রানে দলের দ্বিতীয় উইকেট হিসেবে।

এরপরই ব্যাট করতে নেমে বেশি টিকতে পারেননি অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিল। মাত্র ৩ বল খেলে রিশাদের শিকার হয়ে ফেরেন তিনি। এসময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭২/৩।

১৪তম ওভারে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার দারউইশ রাসুলি। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে তিনি এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন। দলীয় স্কোর তখন ৯০।

শেষদিকে শরীফুল ইসলামের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে ৩০ রান করেন তিনি। ১৬.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৭।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাংলাদেশকে ১৪৮ রানের চ্যালেঞ্জ দিলো আফগানিস্তান

বাংলাদেশকে ১৪৮ রানের চ্যালেঞ্জ দিলো আফগানিস্তান

সিরিজে দ্বিতীয় টি–টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান করেছে আফগানিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৪৮ রান।

অষ্টম ওভারের পঞ্চম বলে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। রিশাদ হোসেনের বল লং অনে ক্যাচ তুলে দেন সেদিকউল্লাহ আতাল। আউট হওয়ার আগে তিনি ১৯ বলে ২৩ রান করেন। ৫৫ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান।

১১তম ওভারে আসে দ্বিতীয় উইকেট। নাসুম আহমেদের বলে বড় শট খেলতে গিয়ে বাউন্ডারির সামনে ধরা পড়েন ইবরাহিম জাদরান। তিনি সাজঘরে ফেরেন ৭১ রানে দলের দ্বিতীয় উইকেট হিসেবে।

এরপরই ব্যাট করতে নেমে বেশি টিকতে পারেননি অভিষিক্ত ওয়াফিউল্লাহ তারাখিল। মাত্র ৩ বল খেলে রিশাদের শিকার হয়ে ফেরেন তিনি। এসময় আফগানিস্তানের সংগ্রহ ছিল ৭২/৩।

১৪তম ওভারে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার দারউইশ রাসুলি। আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে তিনি এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন। দলীয় স্কোর তখন ৯০।

শেষদিকে শরীফুল ইসলামের দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন উইকেটরক্ষক ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। ২২ বলে ৩০ রান করেন তিনি। ১৬.২ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫ উইকেটে ১৪৭।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত