যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ ও নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের ফলে প্রবাসীরা কনস্যুলেট থেকেই সরাসরি এনআইডি সংক্রান্ত সেবা নিতে পারবেন, যা তাদের দেশে সরকারি সুবিধা গ্রহণ ও বিভিন্ন কার্যক্রম সম্পাদনে সহায়তা করবে।
শুক্রবার (৩ অক্টোবর) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বিশেষ অতিথি ছিলেন নিউইয়র্কে কনসাল জেনারেল মো. মোজাম্মেল হক। এ সময় প্রবাসী কমিউনিটির নেতারা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিমসহ অনেকে উপস্থিত ছিলেন।
আখতার আহমেদ জানান, প্রবাসীদের জন্য এনআইডি সেবা সরকারের অঙ্গীকারের বহিঃপ্রকাশ। পর্যায়ক্রমে লস এঞ্জেলেস, ওয়াশিংটন ডিসি, মায়ামি এবং অন্যান্য শহরেও এ সেবা চালুর প্রস্তুতি চলছে। কনসাল জেনারেল মোজাম্মেল হক প্রবাসীদের সহযোগিতার আশ্বাস দেন এবং নতুন সেবা সম্পর্কে সবাইকে অবহিত করার আহ্বান জানান।
প্রবাসীরা এখন অনলাইন পোর্টাল (https://services.nidw.gov.bd) এর মাধ্যমে আবেদন করে কনস্যুলেটে বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।
প্রবাসী মোহাম্মদ বরকত মাহমুদ বাবুল বলেন, “৩৫ বছর প্রবাসজীবনে কখনো ভোট দিতে পারিনি। এখন সরকারের এ পদক্ষেপ আমাদের জন্য বড় সুযোগ।”
অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটি, ফোবানা, সন্দ্বীপ সোসাইটি ও চট্টগ্রাম সমিতিসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত থেকে প্রবাসীদের জন্য সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানান।