সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
শারজায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী হারুন সরদার। ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ র‌্যাফল ড্রয়ে ভাগ্য খুলেছে এক বাংলাদেশির। ২ কোটি দিরহাম — বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকারও বেশি — জিতেছেন শারজায় বসবাসকারী প্রবাসী হারুন সরদার, যিনি পেশায় একজন ট্যাক্সিচালক।

র‌্যাফল ড্রয়ের আয়োজকরা জানান, হারুন সরদারের টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০। তিনি গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি ক্রয় করেছিলেন। শনিবার লাইভ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থাপক রিচার্ড ও বাউচরা বিজয়ীর নাম ঘোষণা করেন।

লাইভ অনুষ্ঠানে যখন ‘গোল্ডেন ফোন’ থেকে হারুন সরদারের নম্বরে কল করা হয়, তখন তিনি আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি শুধু বলেন, “ওকে, ওকে…”

প্রতিবেদন অনুযায়ী, ১০ জন বন্ধুর একটি দল মিলে এই টিকিটটি কিনেছিলেন। তাই এই বিপুল অর্থের পুরস্কার তারা সমান ভাগে ভাগ করে নেবেন।

হারুন সরদার ২০০৯ সাল থেকে আমিরাতে আছেন এবং গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছেন। তার দীর্ঘ প্রতীক্ষার এই ধারাবাহিকতা অবশেষে এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।

এই ড্রতে আরও চারজন বিজয়ী ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ টাকা) করে পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় শিহাব উমাইর, দুবাইপ্রবাসী ভারতীয় সিদ্দিক পামব্লাথ, আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি আলী হুসেন আলী, এবং শারজায় বসবাসকারী পাকিস্তানি আদেল মোহাম্মদ।

এছাড়া একই ড্রয়ের ৩ অক্টোবরের পর্বে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী (টিকিট নম্বর ০২২১১৮) জিতে নিয়েছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

সূত্র: খালিজ টাইমস

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতে দুই কোটি দিরহাম লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
শারজায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী হারুন সরদার। ছবি সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ র‌্যাফল ড্রয়ে ভাগ্য খুলেছে এক বাংলাদেশির। ২ কোটি দিরহাম — বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ কোটি টাকারও বেশি — জিতেছেন শারজায় বসবাসকারী প্রবাসী হারুন সরদার, যিনি পেশায় একজন ট্যাক্সিচালক।

র‌্যাফল ড্রয়ের আয়োজকরা জানান, হারুন সরদারের টিকিট নম্বর ছিল ০৩৫৩৫০। তিনি গত ১৪ সেপ্টেম্বর টিকিটটি ক্রয় করেছিলেন। শনিবার লাইভ ড্র অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থাপক রিচার্ড ও বাউচরা বিজয়ীর নাম ঘোষণা করেন।

লাইভ অনুষ্ঠানে যখন ‘গোল্ডেন ফোন’ থেকে হারুন সরদারের নম্বরে কল করা হয়, তখন তিনি আবেগে বাকরুদ্ধ হয়ে পড়েন। কয়েক সেকেন্ড নীরব থাকার পর তিনি শুধু বলেন, “ওকে, ওকে…”

প্রতিবেদন অনুযায়ী, ১০ জন বন্ধুর একটি দল মিলে এই টিকিটটি কিনেছিলেন। তাই এই বিপুল অর্থের পুরস্কার তারা সমান ভাগে ভাগ করে নেবেন।

হারুন সরদার ২০০৯ সাল থেকে আমিরাতে আছেন এবং গত ১৫ বছর ধরে নিয়মিতভাবে প্রতি মাসে বিগ টিকিট কিনে আসছেন। তার দীর্ঘ প্রতীক্ষার এই ধারাবাহিকতা অবশেষে এনে দিয়েছে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য।

এই ড্রতে আরও চারজন বিজয়ী ৫০ হাজার দিরহাম (প্রায় ১৬ লাখ টাকা) করে পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ভারতীয় শিহাব উমাইর, দুবাইপ্রবাসী ভারতীয় সিদ্দিক পামব্লাথ, আবুধাবিতে বসবাসকারী বাংলাদেশি আলী হুসেন আলী, এবং শারজায় বসবাসকারী পাকিস্তানি আদেল মোহাম্মদ।

এছাড়া একই ড্রয়ের ৩ অক্টোবরের পর্বে আরেক বাংলাদেশি প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী (টিকিট নম্বর ০২২১১৮) জিতে নিয়েছেন একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি।

সূত্র: খালিজ টাইমস

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত