দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

টানা পাঁচদিনের দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম চলে। এদিন ভারত থেকে ৯৯ ট্রাক পণ্য আমদানি ও ৩২ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর ও কাস্টমসের পূর্ণাঙ্গ কাজ হয়নি। তবে আগামীকাল রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ইমিগ্রেশন শাখায় পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, “দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারতে সরকারি ছুটি ছিল। পূজা শেষে শনিবার সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম দিন হওয়ায় কার্যক্রম কিছুটা কম, তবে আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে।”

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, “রবিবার সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পুরোদমে শুরু হবে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, “শারদীয় দুর্গাপূজা শেষে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার থেকে সব কার্যক্রম পূর্বের মতো স্বাভাবিকভাবে চলবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোলে আমদানি-রপ্তানি শুরু

টানা পাঁচদিনের দুর্গাপূজার ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল থেকে বিকেল সোয়া ৪টা পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম চলে। এদিন ভারত থেকে ৯৯ ট্রাক পণ্য আমদানি ও ৩২ ট্রাক পণ্য রপ্তানি হয়েছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় বন্দর ও কাস্টমসের পূর্ণাঙ্গ কাজ হয়নি। তবে আগামীকাল রোববার থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে। ইতোমধ্যে ইমিগ্রেশন শাখায় পাসপোর্ট যাত্রীদের যাতায়াতও স্বাভাবিক রয়েছে।

পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শশাঙ্ক শেখর ভট্টাচার্য রাজা বলেন, “দুর্গাপূজা উপলক্ষে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ভারতে সরকারি ছুটি ছিল। পূজা শেষে শনিবার সকাল থেকেই বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে। ছুটি শেষে প্রথম দিন হওয়ায় কার্যক্রম কিছুটা কম, তবে আগামীকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে।”

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল আজিজ খাঁন বলেন, “রবিবার সকাল থেকে বন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রম পুরোদমে শুরু হবে।”

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন জানান, “শারদীয় দুর্গাপূজা শেষে বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। রোববার থেকে সব কার্যক্রম পূর্বের মতো স্বাভাবিকভাবে চলবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত