মানবিক শরিফুল /

ম্যাচসেরার পুরস্কার দান করবেন পঞ্চগড়ের অসহায়দের জন্য

স্পোর্টস ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
ম্যাচসেরার পুরস্কার দান করবেন পঞ্চগড়ের অসহায়দের জন্য

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিং করে নজর কেড়েছেন তিনি। রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলকে জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকেন।

তবে এই পারফরম্যান্সের সবচেয়ে বিশেষ দিক হলো তার মানবিক উদ্যোগ। ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় শরিফুল জানিয়েছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায়দের সহায়তায় বিতরণ করবেন। তিনি লিখেছেন, “দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।”

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এর উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষ মুহূর্তের ফিনিশারের দায়িত্বও পালন করেন। ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নিয়ে, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে তিনি ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নেন।

এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান পঞ্চগড়ের জন্য শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।

বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ কেবল খেলা নয়, দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ম্যাচসেরার পুরস্কার দান করবেন পঞ্চগড়ের অসহায়দের জন্য

ম্যাচসেরার পুরস্কার দান করবেন পঞ্চগড়ের অসহায়দের জন্য

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। বল হাতে এক উইকেট নিয়ে মিতব্যয়ী বোলিং করে নজর কেড়েছেন তিনি। রান তাড়ার চাপের মুহূর্তে ব্যাট হাতে দলকে জয় নিশ্চিত করেছেন দুই বাউন্ডারির মাধ্যমে অপরাজিত থাকেন।

তবে এই পারফরম্যান্সের সবচেয়ে বিশেষ দিক হলো তার মানবিক উদ্যোগ। ম্যাচসেরার পুরস্কার হিসেবে জেতা অর্থ এবার তিনি দান করবেন নিজের জন্মস্থান পঞ্চগড়ের অসহায় মানুষদের। সামাজিক মাধ্যমে দেওয়া এক ঘোষণায় শরিফুল জানিয়েছেন, আন্তর্জাতিক এবং ঘরোয়া ম্যাচে যতবারই তিনি ম্যাচসেরার পুরস্কার জিতবেন, প্রতিবারই সেই অর্থ তিনি এলাকার গরিব ও অসহায়দের সহায়তায় বিতরণ করবেন। তিনি লিখেছেন, “দোয়া করবেন যেন আল্লাহ আমাকে নিয়মিতভাবে এই কাজ করার তৌফিক দেন।”

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভারে মাত্র ১৩ রান খরচায় আফগান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এর উইকেট নেন শরিফুল। এরপর বাংলাদেশের রান তাড়ায় শেষ মুহূর্তের ফিনিশারের দায়িত্বও পালন করেন। ১৯তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি ও সিঙ্গেল নিয়ে, ২০তম ওভারের প্রথম বলেই চার হাঁকিয়ে দলকে ২ উইকেটে জয় এনে দেন। ম্যাচসেরার পুরস্কার হিসেবে তিনি ৫০ হাজার আফগানি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮৯ হাজার টাকা) জিতে তা পুরোপুরি দানের সিদ্ধান্ত নেন।

এটি নতুন কোনো উদ্যোগ নয়। নিজের জন্মস্থান পঞ্চগড়ের জন্য শরিফুল আগেও সচেতনতা প্রকাশ করেছেন। মাদক ও স্বাস্থ্য সমস্যার বিষয়ে তিনি ইতিমধ্যেই আওয়াজ তুলেছেন এবং ১০০০ শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি তুলেছেন।

বাংলাদেশের নজর এখন তৃতীয় টি-টোয়েন্টিতে। আফগানিস্তানের হোয়াইটওয়াশ মিশনে রোববার (৫ অক্টোবর) মাঠে নামবে টাইগাররা। শরিফুলের পারফরম্যান্স ও মানবিক উদ্যোগ কেবল খেলা নয়, দর্শকদের কাছে অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত