আজ শনিবার (৪ অক্টোবর) পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম। দিবসটি সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হচ্ছে।
গাউসুল আযম, বড় পীর হজরত আবদুল কাদের জিলানি (রহ.)-এর ওফাত দিবসই বিশ্ব মুসলমানদের কাছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’ নামে পরিচিত। হিজরি ৫৬১ সালের এই দিনে মহান এই ইসলামী সাধক ও আলেম ইরাকের বাগদাদে ইন্তেকাল করেন।
‘ইয়াজদাহম’ শব্দটি ফারসি, যার অর্থ ‘এগারো’। অর্থাৎ, রবিউস সানি মাসের ১১ তারিখেই এ দিবসটি পালন করা হয়। এ দিন মুসলমানরা মহান এই আউলিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন এবং তার ত্যাগ, ইবাদত ও ইসলামের প্রচারে অবদান স্মরণ করেন।
হজরত আবদুল কাদের জিলানি (রহ.) ৪৭০ হিজরিতে ইরানের জিলান নগরীতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন সৈয়দ আবু সালেহ ও মাতা বিবি ফাতেমা। তিনি বাগদাদের মহান পীর হজরত আবু সাঈদ ইবনে আলী ইবনে হুসাইন মাখরুমির (রহ.) কাছ থেকে মারেফাতের জ্ঞান অর্জন করেন ও খেলাফত লাভ করেন।
মুসলিম বিশ্বে ইসলামের দাওয়াত, আধ্যাত্মিকতা ও নৈতিকতার প্রচারে তাঁর অবদান অনন্য। ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও খানকায় মিলাদ, দোয়া ও বিশেষ মাহফিলের আয়োজন করা হয়েছে।