এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখনও শেষ হয়নি। এবার আবারও মুখোমুখি হচ্ছে দুই দল, এবার নারী ওয়ানডে বিশ্বকাপের মঞ্চে। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারতীয় নারী ক্রিকেট দল।
ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর এই ম্যাচকে অন্য যেকোনো ম্যাচের মতোই দেখতে চান। সম্প্রচারকারী চ্যানেলের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখেই বড় হয়েছি। সব সময়ে এই ম্যাচের অংশ হতে চেয়েছি। এই ম্যাচকে অন্য যেকোনো ম্যাচের মতোই দেখি। ক্রিকেটেই আমাদের নজর থাকে।”
স্মৃতি মান্ধানার মতে, ভারত-পাকিস্তান ম্যাচের পরিবেশ সবসময় ভিন্ন ধরনের উত্তেজনা সৃষ্টি করে। তিনি বলেন, “এই ম্যাচের পরিবেশ সব সময় খুব হাড্ডাহাড্ডি হয়। স্টেডিয়াম ভর্তি থাকে। সকাল থেকেই সবাই আমাদের জেতার জন্য শুভকামনা জানায়। এই পরিবেশ আমাদের নিজের সেরাটা বের করে আনতে সাহায্য করে।”
ভারতের বোলিং কোচ আবিষ্কার সালভি জানিয়েছেন, দলের পক্ষ থেকে খেলোয়াড়দের আবেগ প্রকাশ না করার নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, “ক্রিকেটে নজর দেয়াই সবার আগে দরকার। আমরা চাই মেয়েরা নিজেদের সেরাটা দেখাক। এটাকে অন্য ম্যাচের মতোই দেখছি। বিশ্বকাপ দীর্ঘ, আরও অনেক ম্যাচ আছে।”
পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা এই দ্বৈরথকে গুরুগম্ভীরভাবে দেখছেন না। তিনি পুরনো দিনের বন্ধুত্বের স্মৃতি তুলে ধরেছেন। তার কথায়, “বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো। আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি।”
এশিয়া কাপের তিনটি ম্যাচে ভারতীয় দল পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলেনি। এবারও মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক দেখা যাবে কি না, তা এখনও নিশ্চিত নয়।