মেজর লিগ সকারে (এমএলএস) আগের দুই ম্যাচে মাত্র ১ পয়েন্ট পাওয়ার পর ইন্টার মায়ামি বড় ব্যবধানে জয় পেয়েছে। লিওনেল মেসির হ্যাটট্রিক অ্যাসিস্টে নিউ ইংল্যান্ড রেভোলিউশনের বিপক্ষে মায়ামির জয় ৪-১।
এই জয়ে মায়ামির হয়ে জোড়া গোল করেন তাদেও আয়েন্দে এবং জর্দি আলবা। ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলায় মায়ামি ৩২ মিনিটে এগিয়ে যায়, যখন বক্সের বাইরে থেকে মেসির পাসে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে আলবা গোল করেন মেসির পাস থেকে।
দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের ডোর টুরগেমেন ব্যবধান কমালেও এক মিনিট পর আবারও মেসি মায়ামিকে এগিয়ে দেন। এরপর ৬৩ মিনিটে আলবা দলের চতুর্থ গোল করেন।
ম্যাচ শেষে সার্জিও বুসকেৎসকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
তবে বড় ব্যবধানে জিতলেও মায়ামি হতাশা নিয়ে মাঠ ছাড়ে। একই দিনে ফিলাডেলফিয়া নিউ ইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড জিতেছে। ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ফিলাডেলফিয়া শীর্ষে; ৩২ পয়েন্টে ৩২ ম্যাচ খেলা মায়ামি শীর্ষস্থান ছুঁতে পারবে না।
এবার এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় শিল্ড জয়; এর আগে তারা ২০২০ সালে শিল্ড জিতেছিল।