এক টাকার অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়ব — সারজিস আলম

ন্যাশনাল ডেস্ক এজেড নিউজ বিডি, ঢাকা
এক টাকার অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়ব — সারজিস আলম

গত এক বছরে কেউ যদি এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণ করতে পারে, তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব—এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার বিকেলে নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপি কার্যালয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

জানা গেছে, সারজিস আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে চলতি অর্থবছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন হয়। এই বরাদ্দের আওতায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভায় সারজিস আলম বলেন, কেউ কোনোদিন ভালো কাজে বাধা দেবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক বা একটা ভালো মসজিদ কিংবা মন্দির নির্মাণ হোক—এর সুবিধা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ ভোগ করবে। এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও ভালো কাজ করে, তাহলেই সার্বিক উন্নয়ন সম্ভব। আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না। এই জায়গাটা হিংসার নয়, বরং কে কত বেশি ভালো কাজ করতে পারে, সেটাই দেখা উচিত। তাই আটোয়ারীর সার্বিক উন্নয়নে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দেবেন বা এত গুরুত্বপূর্ণ স্থানে বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা আমার কল্পনার চেয়ে বেশি। এখন আমার একমাত্র লক্ষ্য এই দায়িত্বকে ন্যায় ও সৎভাবে আমানত হিসেবে রক্ষা করা। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশে আমি স্পষ্টভাবে চ্যালেঞ্জ দিচ্ছি—কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।

সারজিস আলম বলেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষ দরকার, যে ব্যক্তি কখনো মনে করবে না—কোনো বাজেটের টাকা মেরে দিয়ে কোথায় জমি কিনব বা কোথায় বাড়ি করব। যিনি এমন চিন্তা করবেন না, ভবিষ্যতে জনগণের উচিত তাঁকেই সমর্থন দেওয়া।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

এক টাকার অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়ব — সারজিস আলম

এক টাকার অভিযোগ প্রমাণ হলে রাজনীতি ছাড়ব — সারজিস আলম

গত এক বছরে কেউ যদি এক টাকার দুর্নীতির অভিযোগও প্রমাণ করতে পারে, তাহলে সকল ধরনের রাজনীতি থেকে ইস্তফা দেব—এমন ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার বিকেলে নিজ উপজেলা আটোয়ারীতে উপজেলা এনসিপি কার্যালয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ এবং রাস্তা সংস্কার নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

জানা গেছে, সারজিস আলমের মাধ্যমে আটোয়ারী উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির, ঈদগাহ ও রাস্তা সংস্কারের আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরে চলতি অর্থবছরে প্রথম ধাপে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক আটোয়ারী উপজেলার ৩০টি মসজিদ, ৯টি মন্দির ও ১১টি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ অনুমোদন হয়। এই বরাদ্দের আওতায় সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

সভায় সারজিস আলম বলেন, কেউ কোনোদিন ভালো কাজে বাধা দেবেন না। একটা ১ কিলোমিটার পাকা রাস্তা হোক বা একটা ভালো মসজিদ কিংবা মন্দির নির্মাণ হোক—এর সুবিধা আমাদের প্রতিবেশী বা আগামী প্রজন্মের কেউ না কেউ ভোগ করবে। এই জন্য আমরা (এনসিপি) যদি কিছু প্রতিষ্ঠানের জন্য কাজ করতে পারি, তার পাশাপাশি যদি অন্য দলগুলোও ভালো কাজ করে, তাহলেই সার্বিক উন্নয়ন সম্ভব। আমাদের আটোয়ারী উপজেলা আর পিছিয়ে থাকবে না। এই জায়গাটা হিংসার নয়, বরং কে কত বেশি ভালো কাজ করতে পারে, সেটাই দেখা উচিত। তাই আটোয়ারীর সার্বিক উন্নয়নে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমি আটোয়ারী উপজেলার সন্তান হয়ে কখনো কল্পনা করিনি যে মহান আল্লাহ মৃত্যুর আগে আমাকে এত বড় সম্মান দেবেন বা এত গুরুত্বপূর্ণ স্থানে বসাবেন। আল্লাহ আমাকে যা দিয়েছেন, তা আমার কল্পনার চেয়ে বেশি। এখন আমার একমাত্র লক্ষ্য এই দায়িত্বকে ন্যায় ও সৎভাবে আমানত হিসেবে রক্ষা করা। তারপরও অনেকে অনেক প্রোপাগান্ডা ছড়ায়। তাদের উদ্দেশে আমি স্পষ্টভাবে চ্যালেঞ্জ দিচ্ছি—কেউ যদি গত এক বছর এক মাসে আমার বিরুদ্ধে এক টাকারও অভিযোগ প্রমাণ করতে পারে, তাহলে আমি রাজনীতি থেকে ইস্তফা দেব।

সারজিস আলম বলেন, উপজেলা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে এমন মানুষ দরকার, যে ব্যক্তি কখনো মনে করবে না—কোনো বাজেটের টাকা মেরে দিয়ে কোথায় জমি কিনব বা কোথায় বাড়ি করব। যিনি এমন চিন্তা করবেন না, ভবিষ্যতে জনগণের উচিত তাঁকেই সমর্থন দেওয়া।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত