নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের দেবভোগ গ্রামের একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে আমিনুর বিশ্বাস আলিফ (১৭) নামে এক ইজিভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আমিনুর বিশ্বাস আলিফ সদর উপজেলার মিতনা গ্রামের কিনায়েত বিশ্বাসের ছেলে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিনারুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার রাতে ইজিভ্যানসহ নিখোঁজ হন আমিনুর। পরদিন থেকে পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। রবিবার সকালে নিহতের মা রোজিনা বেগম নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর পুলিশ তদন্তে নেমে চাচড়া গ্রামের বাহারুল ইসলামের ছেলে মিনারুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, ইজিভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে সে স্পিডের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে আমিনুরকে অচেতন করে হত্যা করে। পরে মরদেহটি দেবভোগ গ্রামের একটি পুকুরে ফেলে দেয়। দুপুরে পুলিশ মিনারুলের দেখানো স্থান থেকে মরদেহটি উদ্ধার করে। তবে নিহতের ইজিভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি।
নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বলেন, আমিনুরের মরদেহ কচুরিপানার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।