ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট উন্মোচন

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভিভো বাংলাদেশ ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট উন্মোচন করেছে, যা ভ্রমণ ও ছবি তোলার জন্য তৈরি একটি পারফেক্ট স্মার্টফোন। রাজধানীতে ০৫ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তাহসান, ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন। একই দিন থেকে ফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।

ফোনটিতে রয়েছে থার্ড জেনারেশন এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা চলার পথে ছবি তুলতেও দ্বিগুণ উজ্জ্বলতা দেয় এবং সাধারণ ফ্ল্যাশের তুলনায় ৭৩ গুণ বেশি নরম আলো প্রদান করে। সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং উন্নত এআই মাস্টার অ্যালগরিদম ব্যবহার করে প্রতিটি ছবি হয় পরিষ্কার ও নয়েস-মুক্ত। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।

ভিভো ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও এআই ফোর সিজন পোর্ট্রেটে আনে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। এছাড়া এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স ছবি মুহূর্তে চমৎকার করে তোলে।

ফোনটির পারফরম্যান্স ও ব্যাটারি ভ্রমণকে করে বাধাহীন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংকে স্মুথ করে। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট দিয়ে ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, “শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে ভি৬০ লাইট আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।”
কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ যোগ করেন, “ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভি৬০ লাইট গ্রাহকদের ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে অসাধারণ অভিজ্ঞতা দেবে।”

ফোনটি ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। ৫জি ও ৪জি দুই সংস্করণে উপলব্ধ।

১২ জিবি র‍্যামের ফাইভজি ভ্যারিয়েন্ট: ৪৩,৯৯৯ টাকা

৮ জিবি র‍্যামের ফোরজি ভ্যারিয়েন্ট: ৩৪,৯৯৯ টাকা

সাথে রয়েছে ২৫৬ জিবি রম এবং ফোন কিনলে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভিভো ভি৬০ লাইট উন্মোচন

ভিভো বাংলাদেশ ভি সিরিজের নতুন সংযোজন ভি৬০ লাইট উন্মোচন করেছে, যা ভ্রমণ ও ছবি তোলার জন্য তৈরি একটি পারফেক্ট স্মার্টফোন। রাজধানীতে ০৫ অক্টোবর আয়োজিত অনুষ্ঠানে সঙ্গীতশিল্পী তাহসান, ইনফ্লুয়েন্সার, টেক রিভিউয়ারসহ অনেকে উপস্থিত ছিলেন। একই দিন থেকে ফোনটি সারাদেশে পাওয়া যাচ্ছে।

ফোনটিতে রয়েছে থার্ড জেনারেশন এআই অরা লাইট পোর্ট্রেট প্রযুক্তি, যা চলার পথে ছবি তুলতেও দ্বিগুণ উজ্জ্বলতা দেয় এবং সাধারণ ফ্ল্যাশের তুলনায় ৭৩ গুণ বেশি নরম আলো প্রদান করে। সনি আইএমএক্স৮৮২ সেন্সরের সাথে ৫০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং উন্নত এআই মাস্টার অ্যালগরিদম ব্যবহার করে প্রতিটি ছবি হয় পরিষ্কার ও নয়েস-মুক্ত। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং উভয় ক্যামেরায় ফোরকে ভিডিও রেকর্ডিং সুবিধা রয়েছে।

ভিভো ভি৬০ লাইটের এআই ইমেজ স্টুডিও এআই ফোর সিজন পোর্ট্রেটে আনে গ্রীষ্ম, শীত, শরৎ ও বসন্তের আবহ। এছাড়া এআই ইরেজ ৩.০ ও এআই এনহ্যান্স ছবি মুহূর্তে চমৎকার করে তোলে।

ফোনটির পারফরম্যান্স ও ব্যাটারি ভ্রমণকে করে বাধাহীন। মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০-টার্বো প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংকে স্মুথ করে। ৬৫০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি ও ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ দীর্ঘস্থায়ী ব্যবহার নিশ্চিত করে। ৬.৭৭-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট দিয়ে ফ্ল্যাগশিপ স্তরের ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়।

ভিভো বাংলাদেশের মার্কেটিং ডিরেক্টর মি. ডেভিড লি বলেন, “শক্তিশালী ফিচার, আভিজাত্যপূর্ণ ডিজাইন ও উন্নত ক্যামেরা প্রযুক্তির সমন্বয়ে ভি৬০ লাইট আমাদের প্রিমিয়াম ইনোভেশনকে সবার নাগালে এনেছে।”
কান্ট্রি ব্র‍্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ যোগ করেন, “ভ্রমণের পারফেক্ট সঙ্গী হিসেবে ভি৬০ লাইট গ্রাহকদের ক্যামেরা, ডিজাইন ও পারফরম্যান্সে অসাধারণ অভিজ্ঞতা দেবে।”

ফোনটি ৭.৫৯ মিমি আল্ট্রা স্লিম ডিজাইনে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক কালারে পাওয়া যাচ্ছে। ৫জি ও ৪জি দুই সংস্করণে উপলব্ধ।

১২ জিবি র‍্যামের ফাইভজি ভ্যারিয়েন্ট: ৪৩,৯৯৯ টাকা

৮ জিবি র‍্যামের ফোরজি ভ্যারিয়েন্ট: ৩৪,৯৯৯ টাকা

সাথে রয়েছে ২৫৬ জিবি রম এবং ফোন কিনলে ২,৫০০ টাকার সমমূল্যের গিফট প্যাক জেতার সুযোগ।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত