স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার রাত ১২টা ৪০ মিনিটে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে রওনা হয়ে রাত ১২টা ২৫ মিনিটে তিনি হাসপাতালে পৌঁছান।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডের পরামর্শে কিছু শারীরিক পরীক্ষা করার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেডিক্যাল বোর্ড পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এর আগে গত ২৮ আগস্ট রাতে একই হাসপাতালে কয়েকটি পরীক্ষার জন্য গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সেদিন রাতেই তিনি বাসায় ফিরে যান।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান তিনি। সেখানে ১৭ দিন চিকিৎসা শেষে ২৫ জানুয়ারি তাঁর ছেলে তারেক রহমানের বাসায় স্থানান্তরিত হন এবং বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন।
লন্ডনে চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া। দেশে ফেরার পর থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’তেই এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।