নারী ওয়ানডে বিশ্বকাপে টানা তিন হারের পর জয়ের আশায় আজ হট ফেভারিট অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশাখাপত্নমে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন দল।
সোবহানা মোস্তারির দুর্দান্ত ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করেছে লাল–সবুজের মেয়েরা। ফলে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।
উদ্বোধনী জুটিতে রুবাইয়া ঝিলিক ও ফারজানা হক যোগ করেন ৩২ রান। ২৪ বলে ৮ রান করে ফারজানা প্রথমে আউট হন। এরপর ঝিলিককে সঙ্গ দেন শারমিন। ৫৯ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন ঝিলিক।
নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে ব্যাট চালিয়ে যান সোবহানা মোস্তারি। ৮০ বলে ৬৬ রানে অপরাজিত থেকে দলের ইনিংস টেনে নেন তিনি।
অস্ট্রেলিয়ার হয়ে অ্যাশলে গার্ডনার, অ্যানাবেল সাদারল্যান্ড ও জর্জিয়া ওয়্যারহাম ২টি করে উইকেট নেন।
এখন বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ—অজিদের শক্তিশালী ব্যাটিং লাইনআপকে থামানো। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালের আশা টিকিয়ে রাখার সুযোগ তৈরি হবে টাইগ্রেসদের সামনে।