হজ কার্যক্রমে সহায়তায় শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
হজ কার্যক্রমে সহায়তায় শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা আমানতকারীরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

হজ কার্যক্রমে সহায়তায় শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমে সহায়তায় শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা ও উপশাখা শনিবার (১৮ অক্টোবর) খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আসা আমানতকারীরা যতক্ষণ উপস্থিত থাকবেন, ব্যাংকগুলোকে ততক্ষণ পর্যন্ত ওই অর্থ গ্রহণ অব্যাহত রাখতে হবে।

এছাড়া, সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলোর পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতেও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ ধারা অনুযায়ী এ নির্দেশনা জারি করা হয়েছে।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত