জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির, ‘দুঃখজনক’ বললেন আলী রীয়াজ

ডেস্ক এডিটর এজেড নিউজ বিডি, ঢাকা
জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির, ‘দুঃখজনক’ বললেন আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সনদে স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বে গঠিত দলটির এমন অবস্থানকে ‘দুঃখজনক’ মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা বুঝতে পারি, এটা তাদের রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা সনদে স্বাক্ষর করবে।”

এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদের বিষয়ে তিনটি দাবি উত্থাপন করেন।

তিনি বলেন,
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণ ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্ন আগে থেকেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।
৩. গণভোটে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে, যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের সিদ্ধান্ত হচ্ছে— সনদ স্বাক্ষরের পরই বাস্তবায়নের সুপারিশ দ্রুত সরকারের কাছে জমা দেওয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশন আগেই জানিয়েছে, সনদ স্বাক্ষরের পরই বাস্তবায়নের প্রস্তাব সরকারকে দেওয়া হবে। আমরা আশা করি, এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করবে।”

জুলাই জাতীয় সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে মাত্র একটিতে এনসিপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। কমিশনের মতে, এটি একটি ইতিবাচক অবস্থান, কারণ দলটি চায় আগামী নির্বাচনে ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাব অনুযায়ী সরাসরি নির্বাচনের পরিমাণ ৫ শতাংশ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “তাদের এই প্রস্তাব নারী অংশগ্রহণের দিক থেকে ইতিবাচক এবং গঠনমূলক। আমরা আশা করি, সব পক্ষের সম্মতিতে জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির, ‘দুঃখজনক’ বললেন আলী রীয়াজ

জুলাই সনদে স্বাক্ষর না করার ঘোষণা এনসিপির, ‘দুঃখজনক’ বললেন আলী রীয়াজ

জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া না দেখে সনদে স্বাক্ষর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তরুণ নেতৃত্বে গঠিত দলটির এমন অবস্থানকে ‘দুঃখজনক’ মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে স্থাপিত কমিশনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আমরা বুঝতে পারি, এটা তাদের রাজনৈতিক অবস্থান। তবে এখনো আমরা আশাবাদী, সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা সনদে স্বাক্ষর করবে।”

এর আগে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই সনদের বিষয়ে তিনটি দাবি উত্থাপন করেন।

তিনি বলেন,
১. জুলাই সনদ বাস্তবায়ন আদেশের পূর্ণ ‘টেক্সট’ ও গণভোটের প্রশ্ন আগে থেকেই জনগণের কাছে প্রকাশ করতে হবে।
২. বাস্তবায়ন আদেশের খসড়া জনগণের সার্বভৌম অভিপ্রায়ের প্রতিফলন হিসেবে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন।
৩. গণভোটে জনগণ যদি জুলাই সনদে রায় দেয়, তবে ‘নোট অব ডিসেন্ট’-এর কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ তাদের সাংবিধানিক ক্ষমতাবলে সংবিধান সংস্কার করবে, যার নাম হবে ‘বাংলাদেশ সংবিধান-২০২৬’।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিশনের সিদ্ধান্ত হচ্ছে— সনদ স্বাক্ষরের পরই বাস্তবায়নের সুপারিশ দ্রুত সরকারের কাছে জমা দেওয়া হবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “কমিশন আগেই জানিয়েছে, সনদ স্বাক্ষরের পরই বাস্তবায়নের প্রস্তাব সরকারকে দেওয়া হবে। আমরা আশা করি, এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করবে।”

জুলাই জাতীয় সনদের ৮৪টি প্রস্তাবের মধ্যে মাত্র একটিতে এনসিপির ‘নোট অব ডিসেন্ট’ রয়েছে। কমিশনের মতে, এটি একটি ইতিবাচক অবস্থান, কারণ দলটি চায় আগামী নির্বাচনে ১৫ শতাংশ আসনে নারীদের সরাসরি নির্বাচন, যেখানে কমিশনের প্রস্তাব অনুযায়ী সরাসরি নির্বাচনের পরিমাণ ৫ শতাংশ।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “তাদের এই প্রস্তাব নারী অংশগ্রহণের দিক থেকে ইতিবাচক এবং গঠনমূলক। আমরা আশা করি, সব পক্ষের সম্মতিতে জুলাই সনদ বাস্তবায়নের পথ সুগম হবে।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত