শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।

সি আর আবরার বলেন, “বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আগামী বছর আরও সুন্দর একটি বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা বিষয়টি নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও আমরা দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে যে পরিবর্তন আসছে, এটা একটি ইতিবাচক অগ্রগতি। ইনশাল্লাহ, শিগগিরই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে এবং তাতে একটি স্থায়ী সমাধান আসবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করছি।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি নিয়ে সরকার কাজ করছে: শিক্ষা উপদেষ্টা

শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন শেষে তিনি এ তথ্য জানান।

সি আর আবরার বলেন, “বাড়ি ভাড়ার বিষয়টির প্রতি আমরা সংবেদনশীল। এ বিষয়ে সরকার কাজ করছে। আমরা বিশ্বাস করি, নতুন বেতন কমিশনের সুপারিশের মাধ্যমে আগামী বছর আরও সুন্দর একটি বেতন কাঠামো নিশ্চিত করা সম্ভব হবে।”

এ সময় শিক্ষা সচিব রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। আমরা বিষয়টি নিয়ে প্রতিনিয়ত কাজ করছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও আমরা দিন-রাত চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা আলোচনায় ডেকেছি। আলোচনায় বসলে সমাধান আসবে। লামছাম বরাদ্দ থেকে শতাংশের ভিত্তিতে যে পরিবর্তন আসছে, এটা একটি ইতিবাচক অগ্রগতি। ইনশাল্লাহ, শিগগিরই জাতীয় বেতন স্কেল কার্যকর হবে এবং তাতে একটি স্থায়ী সমাধান আসবে। এ প্রচেষ্টায় সবার সহযোগিতা কামনা করছি।”

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত