দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে দক্ষিণ-পূর্বাঞ্চল

স্টাফ রিপোর্টার এজেড নিউজ বিডি, ঢাকা
দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে দক্ষিণ-পূর্বাঞ্চল
আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই বৃষ্টিপাত মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে হওয়ার আশঙ্কা রয়েছে। সময়কাল হিসেবে ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই আবহাওয়াজনিত পরিস্থিতি দেখা দিতে পারে।

বিডব্লিউওটি জানায়, এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়; বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা। এ সময় দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে।

বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় তীব্র বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রার বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে দক্ষিণ-পূর্বাঞ্চল

দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা, ঝুঁকিতে দক্ষিণ-পূর্বাঞ্চল
আবহাওয়া অফিস। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এই বৃষ্টিপাত মূলত দুপুরের পর থেকে রাত ৯টার মধ্যে হওয়ার আশঙ্কা রয়েছে। সময়কাল হিসেবে ১৬ অক্টোবর থেকে ১৯ অক্টোবরের মধ্যে এই আবহাওয়াজনিত পরিস্থিতি দেখা দিতে পারে।

বিডব্লিউওটি জানায়, এটি কোনো দীর্ঘস্থায়ী ‘বৃষ্টি বলয়’ নয়; বরং স্বল্প সময়ের জন্য তীব্র বজ্রবৃষ্টির সতর্কতা। এ সময় দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ও পার্শ্ববর্তী এলাকাগুলোতে বজ্রবৃষ্টির সক্রিয়তা সবচেয়ে বেশি থাকবে।

বিশেষ করে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলায় তীব্র বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ভোলা, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাঝারি মাত্রার বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এজেড নিউজ বিডি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Download
ঠিকানা: পূর্ব কাজীপাড়া, রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা-১২১৬ নিবন্ধনের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনকৃত